× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী অপহরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২২ মে ২০১৯, বুধবার

 বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে এক কিশোরীকে (১৭) অপহরণের ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে অপহরণের ঘটনা ঘটলেও মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মো. মঈন উদ্দীন অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন-বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার মনিরুল শেখ (২৪) ও তার বাবা ছত্তার শেখ (৬৫)। মনিরুল হক ইপিজেড থানাধীন হাইওয়ে প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, চট্টগ্রাম ইপিজেডে হাইওয়ে নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন ১৭ বছরের ওই কিশোরী ও অভিযুক্ত মনিরুল শেখ। এ সুবাদে মনিরুল কিশোরীকে প্রায় উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গত ১৫ই এপ্রিল কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন মনিরুল।
তাতে রাজি না হওয়ায় গত ৯ই মে সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় মনিরুল শেখ ও তার সহযোগীরা। এরপর মনিরুলের নম্বরে মেয়ের মা কল করলে তার বাবা ছত্তার শেখ বলেন, তোর মেয়ে পালিয়ে গেছে। কেউ অপহরণ করেনি। বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর