× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২২ মে ২০১৯, বুধবার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১৮টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে এক বৈঠক শেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কমিটিগুলোর অনুমোদন দেন।
এর আগে ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক সভা হয়। সভায় নবগঠিত কমিটির নেতাদের তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নির্দেশ দেয়া হয়।
নতুন গঠিত কমিটিতে যারা, মহানগরের ১নং ওয়ার্ড সভাপতি ডা. মো. খলিলুর রহমান, সম্পাদক শামসুল আলম গায়েন। ২নং ওয়ার্ড সভাপতি আ. হালিম, সম্পাদক মো. শহিদুল্লাহ খান। ৩নং ওয়ার্ড সভাপতি আবু তালেব মিয়া, সম্পাদক মো. সাইজুদ্দিন মোল্লা। ৪নং ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মো. আকতার হোসেন, সম্পাদক কাজী আতাউর রহমান। ৫নং ওয়ার্ড সভাপতি মো. সোহরাব উদ্দিন সরকার, সম্পাদক দেওয়ান মো. জালাল উদ্দিন। ৬নং ওয়ার্ড সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লা, সম্পাদক শ্রী বাবুল কুমার রুদ্র (ভোলা)।
৭নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ূন কবির খান, সম্পাদক মো. মিজানুর রহমান। ৮নং ওয়ার্ড সভাপতি মো. হেলাল উদ্দিন হেলু, সম্পাদক মো. শাহাবুদ্দীন। ৯নং ওয়ার্ড সভাপতি মো. মিজানূর রহমান, সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার। ১০নং ওয়ার্ড সভাপতি মো. হায়েত আলী। ১১নং ওয়ার্ড সভাপতি আ. মালেক সরকার, সম্পাদক শ্রী সঞ্জিত সরকার। ১২নং ওয়ার্ড সভাপতি মো. শাহাবুদ্দীন শামু, সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। ১৩নং ওয়ার্ড সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা, সম্পাদক এম. নজরুল ইসলাম। ১৪নং ওয়ার্ড সভাপতি মো. আবুল হোসেন, সম্পাদক মো. মাসুদুর রশিদ। ১৫নং ওয়ার্ড সভাপতি মুক্তিযোদ্ধা মো. আফছার উদ্দিন, সম্পাদক মো. আবদুল হামিদ মুন্সি। ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মো. রইস উদ্দিন, সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান। ১৭নং ওয়ার্ডে সভাপতি মো. আশরাফুল আলম, সম্পাদক মো. ইয়াজুদ্দিন ও ১৮নং ওয়ার্ড সভাপতি মো. আ. সামাদ সরকার, সম্পাদক মো. মফিজ উদ্দিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর