× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সুযোগের অপেক্ষায় ইয়াসির রাব্বি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০১৯, বুধবার

বিশ্বকাপ দল ঘোষণার আগে ইয়াসির রাব্বিকে নিয়ে গুঞ্জন উঠে। তবে শেষ পর্যন্ত জায়গা হয়নি তরুণ এই ডানহাতি ব্যাটসম্যানের। অবশ্য রাব্বিকে অপেক্ষমাণ তালিকাতে রাখা হয়েছে। যদি কেউ ইনজুরিতে পড়েন, তাহলে হয়তো তার জন্য ইংল্যান্ড বিশ্বকাপের দরজা খুলতে পারে। রাব্বিও সেই সুযোগের অপেক্ষায়। গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে তিনি বলেন, ‘স্ট্যান্ডবাই আছি, যেকোনো সময় ডাক আসতে পারে। আমাদের জীবনটাই অনিশ্চয়তায় ভরা, যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে আমাকে যেতে হতে পারে। সেজন্য অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবো।
যতদিন বিশ্বকাপ চলবে, ততদিন আমার সম্ভাবনা থাকবে। যেকোনো সময় যেতে হতে পারে।’
বাংলাদেশ দলের সঙ্গে ইংল্যান্ডে থাকার সুযোগ নেই রাব্বির। আয়ারল্যান্ড সফরে ছিলেন তিনি। একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি। যে কারণে নিজেকে শারীরিক এবং মানসিক দিক থেকে সেভাবেই প্রস্তুত করছেন তিনি। বর্তমানে এইচপির এলিট টিমের হয়ে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রাব্বি। প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘দেখা যাচ্ছে আমি প্রস্তুত এইচপিতেই করে নিতে পারছি, এখন যদি ক্যাম্পটা না থাকতো তাহলে হয়তো বাসায় থাকতাম, চিটাগংয়ে থাকতাম, হয়তো অনুশীলন করতাম কিন্তু ঠিকভাবে অনুশীলনটা হতো না। এখানে যেভাবে অনুশীলন করতে পারবো আমার প্রস্তুতিটা ওইরকমই ভালো হবে। কারণ, আমি এখানে যেভাবে অনুশীলন করতে চাইব আমাকে সেভাবে অনুশীলন করানো হবে। সেটা যে কন্ডিশনেই হোক। আমার মনে হয়, এইচপির সঙ্গে কাজ করা আমার জন্য ভালো হবে। যদি জাতীয় দলের জন্য ডাক দেয় তাহলে আমি সবদিক থেকে প্রস্তুত থাকতে পারব।’
এ বছর বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে সবার নজর কেড়েছেন চট্টগ্রামের তরুণ রাব্বি। চিটাগং ভাইকিংসের হয়ে ১১ ম্যাচে ১২৪.২৯ স্ট্রাইকরেটে ৩০৭ রান করেছেন তিনি। ৩ অর্ধশতক হাঁকিয়েছিলেন বিপিএলে, যেখানে ৭৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন রাব্বি। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১৩ ম্যাচে ১১ ইনিংসে ৭৩.০৫ গড়ে ৪৪১ রান সংগ্রহ করেন রাব্বি। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি হাঁকান এই ডানহাতি। ১০৬ রানের ইনিংস ছিল তার সর্বোচ্চ। ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ! জাতীয় দলের সঙ্গে ছিলাম। আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, ওরা কীভাবে খেলে, কীভাবে ওরা মাইন্ড সেটআপ করে এই জিনিসগুলো আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর