× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে দল পরিচিতি /কোহলিদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন

খেলা

আরিফ বিন আজিজ
২২ মে ২০১৯, বুধবার

অস্ট্রেলিয়ার এক যুগের রাজত্বের অবসান ঘটিয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। পরের আসরেই সেই মহেন্দ্র সিং ধোনির দলের কাছ থেকে শ্রেষ্ঠত্ব কেড়ে নেয় অজিরা। সেটি পুনরুদ্ধারের জন্য বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। যে ইংল্যান্ডে ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল ‘ম্যান ইন ব্লু’রা।
ব্যাট হাতে ব্যবধান গড়বে যারা
প্রথমেই অধিনায়ক বিরাট কোহলির কথা বলতে হবে। ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় ৫৯.৫৮! গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ১১ সেঞ্চুরি করেছেন এ ডানহাতি। এর মধ্যে ওয়ানডেতে ৬টি। ১৪ ইনিংসে করেছেন ১২০২ রান। গড় ১৩৩.৫৫! লক্ষ্য তাড়ায় কোহলির জুড়ি নেই।
সেকেন্ড ইনিংসেই যেন তিনি বেশি ভালো ব্যাটিং করেন। সবমিলিয়ে ভারতের কি-প্লেয়ার কোহলি। তবে ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানও রয়েছেন ফর্মে। গত বছর ওয়ানডের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরেই রয়েছেন রোহিত। ১৯ ইনিংসে পেয়েছেন ৫ সেঞ্চুরি। গড় ৭৩.৫৭। ১৯ ইনিংসে ধাওয়ানের সেঞ্চুরিও ৩টি। প্রায় ৫০ গড়ে রান করেছেন এ বাঁহাতি। মিডল অর্ডারে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। চাপে ভালো খেলার সুখ্যাতি আছে ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির। লোয়ার মিডল অর্ডারে কেদার যাদব ও মারকুটে দীনেশ কার্তিক। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভালো স্ট্রাইকা রোটেট করতে জানেন। ভারতের ব্যাটিং লাইনআপ তাই বেশ লম্বা।
বোলিং শক্তিও কম নয়
ভারতীয় ক্রিকেট দল বলতেই চোখের সামনে ভেসে উঠে বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের চেহারা। তবে ‘ম্যান ইন ব্লু’র এবারের বিশ্বকাপ দলে ভালো মানের বোলারও রয়েছেন। ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ ওডিআই র‌্যাঙ্কিংয়ের বর্তমান সেরা বোলার। ৪৯ ম্যাচে ৮৫ উইকেট নেয়া বুমরাহ ডেথে দারুণ বোলিং করেন। বুমরাহর সঙ্গে নতুন বলে জুটি বাঁধবেন আরেক ডানহাতি পেসার ভুবনেশ্বর বোলার। উইকেট-টেকার ভুবনেশ্বরও বেশ কিপ্টে বোলার। তাদের সঙ্গে পেস শক্তিতে ভিন্ন মাত্রা যোগ করবেন মোহাম্মদ শামি। গতির আর সুইং দুটোতেই পারদর্শী। যদিও শোনা যাচ্ছে, ইংল্যান্ডে এবার অল্পই সুইং পাবেন পেসাররা; জায়গা মতো বল করে প্রতিপক্ষের রান আটকে রাখাটাই হবে বোলারদের মূল লক্ষ্য। এ কাজটি করতে বেশ দক্ষ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও চায়নাম্যান কুলদীপ যাদব। কুলদীপ গত বছর ওয়ানডের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী। আর উইকেট শিকারে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল রয়েছেন সপ্তম স্থানে।
স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
ট্রফি জয়ের সম্ভাবনা
সাবেক ক্রিকেটারদের প্রায় সবাই এবারের বিশ্বকাপের হট ফেবারিট বলছেন স্বাগতিক ইংল্যান্ডকে। এরপরই ভারত। গত বছর যেমন খেলেছে তারা, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনায়েসেই শেষ চারে পৌঁছে যাবে কোহলির দল। এরপর যেকোনো কিছুই সম্ভব। রাউন্ড রবিন লীগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো কঠিন হবে ভারতের জন্য।
ফাইনালের চেয়েও বড় যে ম্যাচ
১৬ই জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোডে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক কারণে এবার উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। গত ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার পক্ষে ছিলেন সাবেক কয়েকজন ক্রিকেটার। তবে শচিন টেন্ডুলকারসহ অধিকাংশের মত ছিল ম্যাচ খেলার পক্ষে। তখন তারা বলেছিলেন, বয়কট নয় পাকিস্তানকে হারিয়েই কাশ্মীর হামলার প্রতিশোধ নেবে ভারত। ভারতীয়দের কাছে এ ম্যাচের গুরুত্ব যেন ফাইনালের চেয়েও বেশি!
ম্যাচসূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৫ই জুন দক্ষিণ আফ্রিকা সাউদাম্পটন
৯ই জুন অস্ট্রেলিয়া ওভাল
১৩ই জুন নিউজিল্যান্ড নটিংহাম
১৬ই জুন পাকিস্তান ম্যানচেস্টার
২২ই জুন আফগানিস্তান সাউদাম্পটন
২৭ই জুন ওয়েস্ট ইন্ডিজ ম্যানচেস্টার
৩০শে জুন ইংল্যান্ড এজবাস্টন
২রা জুলাই বাংলাদেশ এজবাস্টন
৬ই জুলাই শ্রীলঙ্কা লিডস

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর