× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

৮ ম্যাচ পর জয় শ্রীলঙ্কার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৯, বৃহস্পতিবার

আন্তর্জাতিক ওয়ানডেতে জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল কোচ চন্ডিকা হাতুরুসিংহের শ্রীলঙ্কা। চলতি বছর টানা ৮ ম্যাচে হারের অভিজ্ঞতা হয়েছে লঙ্কানদের। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে জিতে হারের বৃত্ত থেকে বের হলো লঙ্কানরা। ওয়ানডেতে ২০১৯ সালে শ্রীলঙ্কার প্রথম জয় এটি। গত বছর অক্টোবরে সবশেষ ওয়ানডে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। নিজেদের মাঠে তারা শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছিল ২১৯ রানের বিশাল ব্যবধানে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায়ও পড়তে হয়েছে কোচ হাতুরুসিংহের শিষ্যদের। আর ২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয় দেখলো লঙ্কানরা।  শেষবার বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জয় পেয়েছিল লঙ্কানরা।
সেবার বাংলাদেশেকে ফাইনালে ৭৯ রানে হারিয়েছিল তারা। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বৃষ্টির কারণে মাঠে একটি বলও গড়ায়নি। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। এডিনবার্গে  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান তোলে দিমুথ করুণারত্নের দল। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে বৃষ্টি হানা দেয়। তখন আয়ার‌্যান্ডের সংগ্রহ ছিল ১৩২/৩। প্রায় দুই ঘন্টা পর বৃষ্টি থামলে ফের খেলা শুরু হয়। ডি/এল পদ্ধতিতে স্কটল্যান্ডের টার্গেট দাড়ায় ৩৪ ওভারে ২৩৫ রান। স্বাগতিকদের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৭ ওভারে ১০৩ রান। নুয়ান প্রদীপের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৯৯ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। বল হাতে প্রদীপ ৪ উইকেট তুলে নেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর