× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কোপা আমেরিকা-২০১৯ /ফিরলেন আগুয়েরো, বাদ পড়েছেন ইকার্দি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৯, বৃহস্পতিবার

ব্রাজিলের পর কোপা আমেরিকার দল ঘোষণা করলো আর্জেন্টিনা। মঙ্গলবার কোপা আমেরিকা ফুটবল আসরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে রয়েছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেলো ডি মারিয়া। দল থেকে বাদ পড়েছেন ও মারিও ইকার্দি।
ফুটবলের তীর্থস্থান ব্রাজিলে বসছে কোপা আমেরিকার ৪৬তম আসর। টুর্নামেন্ট শুরু হবে ১৪ই জুন। আর্জেন্টিনার চূড়ান্ত দল নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘এটাই সেরা দল। এই মুহূর্তের সেরা খেলোয়াড়রাই দলে রয়েছে। ইনজুরির কারণে কয়েক জনকে বাদ দিতে হয়েছে।
তবে তারা বিবেচনায় ছিল।’  টুর্নামেন্ট শুরু আগামী ১৪ই জুন। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং অতিথি দল কাতার। ২০২২’র বিশ্বকাপ আয়োজক ও এশিয়ার চ্যাম্পিয়ন কাতারকে খেলার আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। আগামী ১৬ই জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা আমেরিকার মিশন।
গত বছর রাশিয়া বিশ্বকাপের পর আট মাস জাতীয় দলের বাইরে ছিলেন আর্জেন্টাইন ফুবটল জাদুকর লিওনেল মেসি। সবশেষ মার্চে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতিম্যাচে মেসির সঙ্গে দলে ছিলেন ডি মারিয়াও। কিন্তু বিশ্বকাপের পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন সার্জিও আগুয়েরো। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। সাম্প্রতিক ফুটবলে হতাশার স্মৃতি আর্জেন্টাইনদের। শেষ পাঁচ বড় ফুটবল আসরে চারবার ফাইনালে হার দেখেছে আর্জেন্টিনা । ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা খোয়ায়  মেসির দল। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। পরের বছর আসরের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে চিলির কাছে ফের টাইব্রেকারে হার দেখে মেসি বাহিনী। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন হতাশ মেসি। তবে চার মাস পর জাতীয় দলে ফেরেন তিনি।
আর্জেন্টিনা চূড়ান্ত দল
গোলরক্ষক: ফ্রাঙ্ক আরমানি (রিভার প্লেট), আগুস্টিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এন্তেবান আন্দ্রাদা  (বোকা জুনিয়র্স)। ডিফেন্ডার: হুয়ান ফয়থ (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজেয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), রামিরো ফুয়েনেস মোরি (ভিয়ারিয়াল), রেনজো সারাভিয়া  (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), মিলটন কাসকো (রিভার প্লেট)। মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস  (জেনিথ), গুইদো রোদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো  (বেটিস), এজিকুয়েল পালাসিও (রিভার প্লেট), রবার্তো পেরেরা (ওয়াটফোর্ড) রোদ্রিগো ডি পল (উদিনেসে), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি)। ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর