× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বোলাররা আমাকে ভয় পায় কিন্তু স্বীকার করে না

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৯, বৃহস্পতিবার

নিজের দিনে বিশ্বের সেরা বোলারকেও তুলোধুনা করে ছাড়েন ক্রিস গেইল। একবার মার শুরু করলে আর রক্ষা নেই! একের পর এক বল আছড়ে পড়তে থাকে গ্যালারিতে। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ওপেনার মনে করেন, এমন মারকুটে স্বভাবের জন্য তাকে ভয় পায় বোলাররা! ক্রিকেট ডটকম ডটএইউকে ৩৯ বছর বয়সী ক্রিস গেইল বলেন, ‘আপনি বোলারদের যদি ক্যামেরার সামনে জিজ্ঞেস করেন তাহলে তারা কখনও স্বীকার করবে না। তারা বলবে না ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি ক্যামেরা বন্ধ করে তাদের জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে, হ্যাঁ! সে (গেইল) ভয়ঙ্কর একজন। তারা জানে ইউনিভার্সাল বস কী করতে পারে। আমি নিশ্চিত তারা যখন আমাকে বল করতে আসে তখন তাদের মাথায় থাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে বল করতে যাচ্ছি।’ গেইল আগেই ঘোষণা দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলে অবসরে যাবেন। তুখোড় ফর্ম নিয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে  সিরিজে ৪ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪২৪ রান করেন গেইল। ছক্কা হাঁকান ৩৯টি! এরপর আইপিএলটাও ভালো কাটে গেইলের। এখন তার লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। গেইল বলেন, ‘আমি এখন খুব ভালো ফর্মে আছি। ইংল্যান্ড সিরিজের পর আইপিএলও খুব একটা খারাপ কাটেনি। সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি ক্রিকেটের মধ্যে আছি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে যাচাইয়ের সুযোগও আছে সামনে।’ বিশ্বকাপের আগে প্রতিপক্ষের পেস বোলারদের একটা সতর্কবাণী দিয়ে রাখলেন গেইল। তিনি বলেন, আমি খেলাটাকে এখনও উপভোগ করছি। আমি সবসময় পেস বোলারদের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করি। যখন আপনি লড়াইটা উপভোগ করবেন তখন আপনার জন্য ব্যাটিং সহজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর