× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথমার্ধে তিন গোলের পরও জিততে পারেনি মোহামেডান

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০১৯, বৃহস্পতিবার

প্রথমার্ধে তিন গোল করে টানা তৃতীয় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল শোধ দিয়ে মোহামেডানের জয়  কেড়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগে দুই দলের দ্বিতীয় পর্বের ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়। গত জানুয়ারিতে লীগের প্রথম পর্বে ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরেছিল মোহামেডান।
টিম বিজেএমসি ও আরামবাগ ক্রীড়া সংঘকে আগের দুই ম্যাচে হারিয়ে আসা মোহমেডান প্রথমার্ধেই তিন গোল করে চালকের আসনে বসে যায়। ২৩তম মিনিটে সুলেমানে দিয়াবাতের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি ভলিতে লক্ষ্যভেদ করেন তকলিস আহমেদ। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে ব্রাদার্সকে কোণঠাসা করে ফেলে মোহামেডান। ৪২তম মিনিটে দিয়াবাতের বাড়ানো বলে ইউসুফ সিফাতের শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি; ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সিফাতই।
দুই মিনিট পর শ্যামল বেপারীর বাড়ানো বল ব্রাদার্সের ডিফেন্ডার আশরাফুল করিম বিপদমুক্ত করতে না পারলে পেয়ে যান সিফাত। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এই মিডফিল্ডার। ৬৯তম মিনিটে সতীর্থের ক্রসে মানাফ রাব্বীর প্লেসিং শট জালে জড়ালে ম্যাচে ফেরে ব্রাদার্স। ৮২তম মিনিটে শফিকুল ইসলামের গোলে স্কোরলাইন ৩-২ হলে জমে ওঠে ম্যাচ। দ্বিতীয়ার্ধে ছন্দ হারানো মোহামেডানের জালে ৮৮তম মিনিটে রাব্বী ফের গোল করলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। ১৫ ম্যাচে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মোহামেডান। ১৪ ম্যাচে ৯ পয়েন্ট ব্রাদার্সের।
এদিকে দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-১ গোলের ড্রতে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ।

আজকের খেলা
নোফেল স্পোর্টিং-বসুন্ধরা কিংস (বিকাল ৪টা)
শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী
মুক্তিযোদ্ধা-ঢাকা আবাহনী (বিকাল ৪টা)
শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, গোপালগঞ্জ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর