× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

লোকসভা নির্বাচন ২০১৯ /প্রথমবারেই নায়িকা মিমি ও নুসরাতের বাজিমাত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মে ২৩, ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৪ পূর্বাহ্ন

ভারতের লোকসভা নির্বাচনে বড় জয় পেয়েছেন টালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি ও নুসরাত জাহান। প্রথমবারেই বাজিমাত করলেন তারা। লোকসভা নির্বাচনে সমগ্র ভারত জুড়ে ছিল বিজেপির জয়জয়কার। তৃণমূলের শক্ত আসন পশ্চিমবঙ্গেও বিজেপির শক্তিশালী উত্থান হয়েছে। তৃণমূলের বড় বড় নেতারা বিজেপির কাছে হেরে গেলেও জয় পেয়েছেন দুই অভিনেত্রী। পশ্চিমুবঙ্গের যাদবপুর লোকসভা থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনুপম হাজরার থেকে প্রায় ১ লাখ ভোট বেশি পেয়েছেন।

অপরদিকে আরেক অভিনেত্রী নুসরাত জাহান প্রতিদ্বন্দ্বী বিজেপির সায়ন্তন বসুকে হারিয়ে জয় পেয়েছেন।
বসিরহাট এলাকা থেকে তিনি বিজেপি প্রার্থীর থেকে ৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন। ফল ঘোষণার পূর্বেও নুসরাত জানিয়েছিলেন যে, তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। তবে জয়ের পর তিনি কী করবেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি নুসরাত। তার কথা ছিল, আমি আগে প্রতিশ্রুতি দিতে চাই না। আমার কাজই কথা বলবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।

তবে আসানসোলে লড়াই হয়েছে দুই তারকার। বিজেপির পক্ষে লড়ছিলেন গায়ক বাবুল সুপ্রিয়, অপরদিকে কংগ্রেসের পক্ষে ছিলেন অভিনেত্রী মুনমুন সেন। এতে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর