× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পুঁজিবাজারে রানার অটোমোবাইলসের লেনদেন শুরু

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
২৪ মে ২০১৯, শুক্রবার

দেশের অটোমোবাইলস খাতের প্রথম উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লি. এর লেনদেন দুই স্টক এক্সচেঞ্জে শুরু হয়েছে। এ উপলক্ষে গত ২১শে মে লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি সই করে রানার। অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আমরা শুধু টাকার জন্য প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসিনি। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য পুঁজিবাজারে এসেছি। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি সুনাম ও আস্থা অর্জন করে ব্যবসা পরিচালনা করছে। আগামী দিনেও আমরা সবার অব্যাহত সহযোগিতা নিয়ে এই সুনাম আরো বৃদ্ধি করতে চাই। রানার এখন এক ধাপ এগিয়ে ’মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত মোটরসাইকেল বিভিন্ন দেশে রপ্তানি করছে। পুঁজিবাজারে আসার নতুন এই পদক্ষেপের মাধ্যমে আমাদের দায়িত্ব আগের তুলনায় আরো বেড়ে গেছে এবং আমরা আমাদের প্রতিজ্ঞা পালনে বদ্ধ পরিকর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান বলেন, রানার অটোমোবাইলস লি. পুজিবাজারে তালিকাভুক্ত হওয়াতে সাধারণ বিনিয়োগকারিরা উৎসাহবোধ করছে। এদিকে ৯৭ টাকা ৩০ পয়সা দরে প্রতিটি শেয়ার লেনদেন শুরু হয়েছে। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১০০ টাকা ৪০ পয়সায়। রানার গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান রানার অটোমোবাইল ২০০০ সালে ব্যবসা শুরু করে। মোটরসাইকেলের পাশাপাশি, রানার দেশে থ্রি-হুইলার এর পরিবেশক। রানার অটোমোবাইলস এর অংগ প্রতিষ্ঠান রানার মোটরস বাংলাদেশে ভলভো আইসারের বাণিজ্যিক যান ট্রাক, হালকা যানের পরিবেশক।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর