× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বের সবথেকে জনসমর্থন পাওয়া নেতা এখন মোদি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মে ২৪, ২০১৯, শুক্রবার, ২:২৭ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদি এখন বিশ্বের সবথেকে বেশি জনসমর্থন পাওয়া প্রধানমন্ত্রী। ২০১৪ সালে মিয়ানমারে এক সম্মেলনে বারাক ওবামা মোদিকে দেখিয়ে বলেছিলেন, আমাদের সকলের থেকে বড় নির্বাচনী বিজয় রয়েছে এই মানুষটির। ২০১৯ সালে এসেও এ কথা যৌক্তিক রয়ে গেছে। সত্যিকার অর্থেই বিশ্ব নেতাদের মধ্যে সবথেকে বেশি জনসমর্থন পেয়েছেন মোদিই।

বিশ্ব নেতাদের অবস্থার দিকে তাকালে এর সত্যতা বোঝা যায়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টানা ৫ বার ক্ষমতায় রয়েছেন। তবে এবার অতি সামান্য ব্যবধানে জয় পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এছাড়া বলা যায় জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবের কথা। তবে কেউই মোদির মত এত মানুষের সমর্থন পাননি।
বড় ধরণের সমর্থন নিয়ে জয় পেয়েছেন এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নির্বাচনে জিতে ক্ষমতায় বসেছেন জোকো উইডোডো।

আসছে দিনগুলোতে মোদি এসসিও, জি-২০, জি-৭ এর সম্মেলনগুলোতে অংশ নেবেন। সেখানে বিশ্বব্যাপী সরকারব্যাবস্থা নিয়ে আলোচনা হবে। এর আগেও এসব সম্মেলনে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন মোদি। এসব ফোরামে যাওয়ার ক্ষেত্রে পিছপা হননি তিনি। মোদি মনে করেন, ভারতের উচিৎ বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর