× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বেক্সিমকো শিল্পপার্ক পরিদর্শনে ইথিওপিয়ার প্রতিমন্ত্রী

এক্সক্লুসিভ

অর্থনৈতিক রিপোর্টার
২৫ মে ২০১৯, শনিবার

ইথিওপিয়ার বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী টেকা জিব্রেইসুস এন্তেহাবু, ইথিওপিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মহাপরিচালক সেলেশি লেম্মা বেকেলেসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। সেখানে অতিথিদের স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান এবং গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসাইন। বেক্সিমকোর বৃহৎ পরিসরের কর্মযজ্ঞ পরিদর্শন করে টেকা জিব্রেইসুস ও তার প্রতিনিধিরা অভিভূত হন। ইথিওপিয়ায় কিভাবে এরকম পোশাক শিল্প গড়ে তোলা যায় এ বিষয়ে বেক্সিমকোর সঙ্গে একটি মতবিনিময় সভা হয়। ইথিওপিয়ান প্রতিমন্ত্রী বলেন, বেক্সিমকোর আদলে ইথিওপিয়ায় শিল্পপার্ক করতে পারলে আমরা গর্বিত হবো। আমাদের দেশে বেক্সিমকোর যেকোনো ধরনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত ও সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

২০১৬ সালে বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসাইন ইথিওপিয়া পরিদর্শনে যান।
সেখানে তিনি পিভিএইচ (PVH) এর সঙ্গে কারখানা করার ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করেন। এছাড়া পিভিএইচ হাওয়াসা শিল্প পার্কও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইথিওপিয়ার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আরকেবি ওকুবে’র সঙ্গে সাক্ষাৎ করেন। তখন সিদ্ধান্ত হয় বেক্সিমকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবারো ইথিওপিয়া পরিদর্শন করে কারখানা স্থাপন ও বিনিয়োগের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর