× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহে ১৭৪ বস্তা ভিজিডির চাল উদ্ধার

বাংলারজমিন

মুক্তাগাছা ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ মে ২০১৯, শনিবার

 ময়মনসিংহের মুক্তাগাছার ৯নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১১৪ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ইফতেখার রসুল চৌধুরী ওরফে সুমন চৌধুরীর হেফাজতে থাকা ওই চাল উদ্ধার করেন। মহিলাবিষয়ক কর্মকর্তা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৯নং কাশিমপুর ইউনিয়নের ৩০৩ জন সুবিধাভোগী অতিদরিদ্র ভিজিডি কার্ডধারীদের মাঝে ৯০ কেজি করে ৩ মাসের চাল বিতরণ করা হয়। সেখানে প্রতিটি ৩০ কেজি ওজনের ১১৪ বস্তা চাল বিতরণ না করে পাচারের উদ্দেশ্যে রেখে দেয়া হয়। চালগুলো পাচারের সুযোগ না পাওয়ায় বস্তাগুলো ইউপি চেয়ারম্যানের হেফাজতে ইউপি ভবনের একটি কক্ষে রেখে দেয়া হয়। জানতে পেরে মহিলাবিষয়ক কর্মকর্তা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ঐ চাল জব্দ করেন। দীর্ঘদিন স্যাঁতস্যাঁতে পরিবেশে রেখে দেয়ায় চালে পোকায় ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার জানান, গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে রেখে দেয়ায় আমরা তা জব্দ করেছি।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। তবে ইউপি চেয়ারম্যান সুমন চৌধুরী জানান, জানুয়ারি মাসে বিতরণ করা কার্ডে গরমিল থাকায় চালগুলো রেখে দেয়া হয়েছে। স্থানীয়দের দাবি চেয়ারম্যান নিজেই এর সঙ্গে জড়িত রয়েছেন। এদিকে ময়মনসিংহের নান্দাইলে ৬০ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। জানা যায়, আচারগাঁও ইউনিয়ন পরিষদ থেকে আচারগাঁও গ্রামের জনৈক গোলাপ মিয়া ৬০ বস্তা চাল কিনে ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। এর আগে তিনি ৩০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের ব্যবহৃত বস্তা পরিবর্তন করে নিজের বস্তায় চাল ভরে নেন। অতি দরিদ্র দুস্থদের এই চাল কালোবাজারে বিক্রির ঘটনায় এলাকার লোকজন তা আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ঘটনাস্থলে গিয়ে দুই ট্রলিভর্তি চাল জব্দ করে থানায় পাঠান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর