× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

বিনোদন

বিনোদন ডেস্ক
২৫ মে ২০১৯, শনিবার

কান চলচ্চিত্র উৎসবকে সেলুলয়েডের তীর্থস্থান বলা হয়ে থাকে। গত ১৪ই মে ফরাসি উপকূলের কান শহরে এই উৎসব শুরু হয়। ১২দিনব্যাপি ৭২তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। এবারের উৎসবে ছিল বিভিন্ন চমকপ্রদ ঘটনা। বিশেষ করে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ
সিনেফঁদাসোতে সেরা হয়েছেন ফরাসি তরুণী লুই কোরভয়জিয়ের পরিচালিত ‘মানো আ মানো’ ছবিটি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো। পালে দে ফেস্টিভাল ভবনের সাল বুনুয়েলে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সিনেফঁদাসো বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের উৎসবের বহুল আলোচিত ছবি ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন...হলিউড’ এর উদ্বোধনী প্রদর্শনী হয় গত মঙ্গলবার রাতে।  ছবির প্রদর্শনী শেষে মুগ্ধ দর্শকেরা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান ছবির নির্মাতা কুয়েন্টিন টারান্টিনোকে।
কানের এবারের আসরে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের আসনে ছিলেন সবচেয়ে কম বয়সী জুরি এল ফ্যানিং। লাল গালিচায় বলিউড তারকাদের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কঙ্গনা রানাউত, হিনা খান, হুমা কুরেশি ও ডায়ানা পেন্টিকে দেখা গেছে। এছাড়া লালগালিচায় পা রাখেন বাংলাদেশের প্রযোজক-পরিচালক রুবাইয়াত হাসান ও পরিচালক মেহেদী হাসান। ‘লা ফেব্রিক সিনেমা’য় স্থান পায় তাদের ‘স্যান্ড সিটি’ ছবির পান্ডুলপি।  উৎসবে অ্যালেইন ডেলনকে দেওয়া সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন তার মেয়ে ফরাসি অভিনেত্রী আনুশকা ডেলন। আজ কানের শেষ দিনেও নানা আয়োজন ও চমকে পরিপূর্ণ থাকছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর