× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মিরাজদের প্রেরণা সাকিব /‘আরো চমক দেখাবেন সাকিব ভাই’

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৯, সোমবার

ইংল্যান্ডের কাছে হারা ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি সাকিব আল হাসানের সেঞ্চুরি। তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব  ইনিংস খেলেছেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। আর মেহেদী হাসান মিরাজ মনে করেন, সামনের ম্যাচগুলোতে নতুন চমক নিয়ে হাজির হবেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মিক্সড জোনে সাংবাদিকদের অফস্পিন অলরাউন্ডার মিরাজ বলেন, ‘সাকিব ভাই এমন একজন ক্রিকেটার যার সবকিছুই অনুকরণীয়। আমি তার কাছ থেকে আত্মবিশ্বাস খুঁজে পাই। সাকিব ভাইয়ের বোলিং অনুসরণ করি সব সময়। ম্যাচের পরিস্থিতি বুঝতে তার বোলিং দারুণ সাহায্য করে। আমাদের মতো তরুণ ক্রিকেটারদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
আমি তো মনে করি বিশ্বকাপে সাকিব ভাই আরো চমক দেখাবেন।’
কার্ডিফে ব্যাট হাতে ১২১ রানের ঝলমলে ইনিংস খেলেন সাকিব। তবে আগের দুই ম্যাচে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষা নেয়া সাকিবকে ইংল্যান্ডের বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি।  ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের ব্যর্থতা দেখেই মিরাজ অনুমান করতে পারেন, দলের অন্য বোলারদের সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তিনি বলেন, ‘সাকিব ভাই যখন বল করছিলেন, তখনই বুঝতে পারছিলাম এই উইকেটে আমাদের কতটা কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের দুর্ভাগ্য, ওরা অনেক রান করে ফেলেছে।’   
ইংল্যান্ডের ৩৮৬ রানের বিশাল সংগ্রহের জন্য নিজেদের নখদন্তহীন বোলিংকেই দায়ী করছেন মিরাজ। তিনিসহ দলের সব বোলারদেরই ইকোনমি রেট ছিল ৬.৫০’র উপর। প্রধান দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন ১৮ ওভারে দেন ১৫৩ রান! মিরাজ বলেন, ‘ওদের ব্যাটসম্যানরা সহজে বাউন্ডারি পেয়েছে। আমাদের কোনো সুযোগই দেয়নি। তবু আমরা স্পিনাররা আরেকটু চেষ্টা করলে ওদের হয়তো ৩৫০ রানের মধ্যে আটকে রাখতে পারতাম। তাহলে আমাদের একটা চান্স থাকতো।’ মিরাজ এখন শ্রীলঙ্কা বিপক্ষে আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে। তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে আমাদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর