× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চোখ থাকবে যাদের দিকে

বাংলাদেশ কর্নার


১১ জুন ২০১৯, মঙ্গলবার

সৌম্য সরকার
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। তামিম ইকবালের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ রানের ওপেনিং জুটি গড়েন এই বাঁহাতি। ৩০ বলে ৯ বাউন্ডারিতে ৪২ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৪৫ রানের ওপেনিং জুটিতে সৌম্যর অবদান ছিলো ২৫। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রানে আউট হওয়া সৌম্য আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সেরাটা দিতে চাইবেন।

সাকিব আল হাসান
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুই অপরাজিত ফিফটিতে সাকিব আল হাসান করেছিলেন ১৪০ রান। ফর্মটা বিশ্বকাপেও নিয়ে এসেছেন তিনি। ব্যাটে-বলে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা পারফরমার সাকিব।
আসরে সর্বাধিক ২৬০ রান সংগ্রহ সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে দলকে জেতান, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। এরপর ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হতাশার দিনে ১২১ রান করেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটিং রেকর্ড খুব ভালো না হলেও সাকিবের দিকে আজ তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ
বিশ্বকাপে তিনটি ম্যাচেই ভালো বোলিং করেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিংয়েও তিনি ভালো। বেশ কয়েকটি কঠিন ক্যাচ ধরেছেন মিরাজ। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৪৪ রান দেন মিরাজ। সঙ্গে তুলে নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির গুরুত্বপূর্ণ উইকেটটি। নিউজিল্যান্ডের বিপক্ষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মিরাজ। ওই ম্যাচে দিয়েছিলেন ৪৭ রান। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দলের অন্য বোলাররা বেহিসাবি রান দিলেও মিরাজ দিয়েছিলেন ৬৭, উইকেট নিয়েছিলেন ২টি।

লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। চলতি বছর ওয়ানডেতে মোট ১১ উইকেট নিয়েছেন তিনি। আর বাংলাদেশ বরাবরই মালিঙ্গার প্রিয় প্রতিপক্ষ। নুয়ান প্রদীপ চোটের কারণে ছিটকে যাওয়ায় টাইগারদের বিপক্ষে ১৪ ম্যাচে ২৪ উইকেট নেয়া মালিঙ্গার ওপর আজ অনেকটাই নির্ভর করবে শ্রীলঙ্কা।

দিমুথ করুণারত্নে
দিমুথ করুণারত্নেকে অধিনায়ক বানিয়ে বিশ্বকাপ দলে নেয়ায় অনেকেই সমালোচনা করেছিলো। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫২ সামলোচকদের জবাব দেন এই বাঁহাতি ওপেনার। তিনি ফিফটি না করলে ওই ম্যাচে একশোর আগেই গুটিয়ে যেত শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও ৩০ রানের ইনিংস খেলেন করুণারত্নে। তাকে দেখে অন্য ব্যাটসম্যানদের শিক্ষা নিতে বলেছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর