× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আফগানিস্তান ম্যাচে অনিশ্চিত মরগান

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৯, শনিবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দারুণ জয় পেলেও চিন্তার ভাঁজ ফেলেছে ইংলিশ শিবিরে। শ্রুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। চোট পেয়েছেন ইংলিশ ডানহাতি ব্যাটসম্যান জেসন রয়ও। তাতে আফগানিস্তান ম্যাচে তাদেরকে না পাওয়ার শঙ্কা জেগেছে। তবে এখনি কিছু বলতে চান না ইংলিশ অধিনায়ক মরগান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখন কিছুটা ব্যাথা আছে। আগেও আমার পিঠে ব্যাথা ছিল। সাধারনত এটা সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে।
অবস্থা সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। ২৪ ঘন্টা পর আমরা বিস্তারিত জানতে পারবো। অন্যদের মতো আমার অবস্থাও পর্যবেক্ষণে রয়েছে। ঝুঁকি যাচাই-বাছাই করে পরের ম্যাচে যেতে হবে। মনে রাখতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের অষ্টম ওভারে হ্যামিস্ট্রিংয়ে চোট পান জেসন রয়। তার চোট নিয়ে মরগান বলেন, ‘জেসন রয় হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছে। স্ক্যান করা হবে, পরের ৪৮ ঘন্টার পর জানা যাবে তার চোটের অবস্থা। আমাদের দলের সকল সদস্যই গুরুত্বপূর্ণ। আমাদের কোনো খেলোয়াড় ইনজুরি আক্রান্ত হোক তা আমরা চাই না।’

শ্রুক্রবার সাউদাম্পটনে আগে বোলিং করে  উইন্ডিজকে ২১২ রানে অলআউট করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পায় ইংলিশরা। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৪১তম ওভারের সময় পিঠে চোট নিয়ে মাঠ ছাড়ের মরগান। এ সময় মাঠে নেতৃত্ব দেয়া হয় জস বাটলারকে। বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ১৮ জুন ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংলিশরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর