× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ডিমলায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

বাংলারজমিন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
১৬ জুন ২০১৯, রবিবার

নীলফামারীর ডিমলায় সীমান্তে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক সদস্য আহত হয়েছেন। নিহতের নাম কামরুল ইসলাম (৩৫)। আহত ইয়াসিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ  জেলার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন সীমান্তে টহল দিচ্ছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় অপর বিজিবি সদস্য ইয়াছিন আহত হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর