× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সাইফুদ্দিনের শটে নেট বোলার আহত

বাংলাদেশ কর্নার

স্পোর্টস রিপোর্টার
১৬ জুন ২০১৯, রবিবার

বাংলাদেশি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের শটে গতকাল এক স্থানীয় নেট বোলার আহত হয়েছেন। সমারসেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সাইফুদ্দিন। রেমন্ড নামে ওই ডানহাতি পেসারের বলে সজোরে ব্যাট চালান তিনি। আর বল সোজা আঘাত হানে রেমন্ডের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ড্রেসিং রুমের কাছে থাকা বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন দ্রুত মাঠে ঢুকে প্রাথমিক চিকিৎসা দেন রেমন্ডকে। ব্যথা পাওয়ার পর বেশ কিছুক্ষণ উইকেটের ওপর শুয়েছিলেন এই বোলার। মাশরাফি-সাকিব-সাইফরা দ্রুত ছুটে যান তার কাছে।
মিনিট পাঁচেক অনুশীলন বন্ধ ছিল। অধিনায়ক মাশরাফি তখন সবাইকে আশ্বস্ত করতে বলেন, ‘কিছু হয়নি, কিছু হয়নি!’ উঠে দাঁড়ানোর পর রেমন্ডকে ড্রেসিংরুমে নিয়ে যান ফিজিও চন্দ্রমোহন। কপালের এক পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল তার। সমারসেটের মেডিক্যাল অফিসার ঘটনার পর বলেন, ‘ছেলেটার ভাগ্য ভালো, মাথা আরেকটু ঘুরে গেলেই আঘাতটা মারাত্মক হতে পারতো। মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়নি। ’ এবারের বিশ্বকাপে এর আগেও অনুশীলনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ওভালে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের শটে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত এক বৃটিশ নেট বোলারকে। এমন অপর ঘটনায় নেটে লঙ্কান ওপেনার কুসাল পেরেরার শটে নিজের মুখ বাঁচাতে গিয়ে ফলোথ্রুতে আঙুলে আঘাত পান নুয়ান প্রদীপ। এতে ৭ দিনের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর