× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শেরপুরে নির্যাতিত গৃহবধূর পাশে জেলা প্রশাসক

বাংলারজমিন

শেরপুর প্রতিনিধি
১৭ জুন ২০১৯, সোমবার

গাছে বেঁধে নির্যাতনের শিকার ডলি খানম নামে সেই গৃহবধূর পাশে দাঁড়িয়েছেন এবার শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি গতকাল সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান। ওই সময় তিনি গৃহবধূর বেডের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের নিরাপত্তাসহ ঘটনার ন্যায়বিচারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সময় তিনি গৃহবধূর প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সিভিল সার্জন ও সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্বশীল ও সতর্ক থাকার নির্দেশ দেন। ওই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. রেজাউল করিম, এনডিসি মেজবাউল আলম ভূঁইয়া, জেলা সদর হাসপাতালের চলতি দায়িত্বে থাকা আরএমও ডা. খাইরুল কবির সুমন, গাইনি বিশেষজ্ঞ ডা. চৌধুরী শামীমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ওই গৃহবধূ ডলির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে চাঞ্চল্যকর ওই মামলায় গ্রেপ্তারকৃত অন্যতম আসামি নাসিমা আক্তার (৩৯)কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে আসামি নাসিমা আক্তারের উপস্থিতিতে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান ওই রিমান্ড মঞ্জুর করেন।
নাসিমা আক্তার গৃহবধূ ডলি খানমের জা অন্যতম আসামি লাখি আক্তারের বড় বোন।
 রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হক ওই তথ্য নিশ্চিত করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর