× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বাংলাদেশ হালকাভাবে নেয়ার মতো দল নয়’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৯, সোমবার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টাইগারদের সমীহ দেখালেন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েড। আর তার মন্তব্যের নেপথ্য কারণ ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, ‘বাংলাদেশ হালকাভাবে নেয়ার মতো দল নয়। সমপ্রতি ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ওরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, ইংল্যান্ডের বড় রানের জবাবে ভালো খেলেছে।’
চলতি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টনটনে সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি টাইগারদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আগের চার ম্যাচে এক জয়  ও এক ম্যাচ পরিত্যক্ত নিয়ে দুদলেরই সংগ্রহ ৩ পয়েন্ট। তবে নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৫’র ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম বিশ্বকাপ এনে দেন ক্লাইভ লয়েড। আর এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নিয়ে ক্লাইভ লয়েড বলেন, ওয়েস্ট ইন্ডিজের যদি বিশ্বকাপ জিততে হয়, তাহলে তাদের লড়াই করা শুরু করতে হবে। তাদের দেখাতে হবে কী দিয়ে তৈরি ক্যারিবীয়রা। হার আর খারাপ দিন এমন টুর্নামেন্টে আসবেই। আমি মনে করি ওদের টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজর ওপর চাপ সৃষ্টি হচ্ছে নিয়মিত। সেমিফাইনালে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচ জিততে হবে ওদের। ১১ পয়েন্ট হয়তো যথেষ্ট হবে শেষ চারে যাওয়ার জন্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর