× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রাসেলের খেলা অনিশ্চিত / বাংলাদেশকে ফেভারিট মানছে উইন্ডিজও

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৯, সোমবার

বাংলাদেশের বিপক্ষে আজ নাও খেলতে পারেন আন্দ্রে রাসেল। গতকাল সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আর টাইগারদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে বাংলাদেশকেই ফেভারিট মানছেন উইন্ডিজ অধিনায়ক। গতকাল জেসন হোল্ডার বলেন, ‘হু আমার কাছে মনে হয় বাংলাদেশই ফেভারিট। তবে এটি ক্রিকেট। এখানে যেকোনো কিছু হতে পারে। তাই দেখা যাক কাল (আজ) কী হয়!’
ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। সেই চোট এখনো পুরোপুরি সারেনি তার।
গতকাল ওয়েস্ট ইন্ডিজ দল পুরোদমে অনুশীলন করলেও দেখা যায়নি রাসেলকে। পরে অধিনায়ক জেসন হোল্ডার জানান, এই অলরাউন্ডার পর্যবেক্ষণে আছেন। আসরে চার ম্যাচে সমান ৩ পয়েন্ট সংগ্রহ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের মতই এটা বাঁচা মরার ম্যাচ তাদের। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাসেলকে নিয়ে জেসন হোল্ডার বলেন, ‘আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারছি না। গতকাল তাকে দেখেছি। আজ (রোববার) সকালেও দেখলাম, তার উন্নতি হচ্ছে ভালোই।’ তবে খেলতে পারবেন কিনা, রাসেলই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে জানান হোল্ডার। বলেন, ‘কাল (আজ) সকালে ওর থেকেই চূড়ান্ত সিদ্ধান্তটা পাবো।’
ক্যারিবীয় শিবিরে চোট সমস্যা আছে আরো। ম্যাচের আগের দিন নেটে ব্যাট করতে গিয়ে চোট পান ওপেনার এভিন লুইস। এসময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে বিস্ফোরক এই ওপেনারকে নিয়ে চিন্তা দেখছেন না হোল্ডার। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। নেটে কয়েকজন ব্যথা পেয়েছি, এমনকি আমিও পেয়েছি। কিন্তু সে (লুইস) ভালো আছে।’
বাংলাদেশের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। এমনটাই মনে করছেন উইন্ডিজ অধিনায়ক । হোল্ডার বলেন, ‘অতীতে এবং বিশ্বকাপের এখন পর্যন্ত আমাদের সামর্থ্যের খুব অল্পটাই দেখিয়েছি। আমরা খুব ভালোভাবেই জানি কি করতে পারি আমরা। প্রথমত দীর্ঘ সময়ের জন্য আমাদের একত্রিত থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। এ বিষয়ে আমি সবসময় আমার খেলোয়াড়দের বলে আসছি। তাই এই জিনিসটা আমাদের খুঁজতে হবে।’
হোল্ডার মনে করেন, তার দল নিশ্চিতভাবে হারাতে পারে টাইগারদের। তিনি বলেন, ‘আত্মবিশ্বাসী না থাকাটা বোকামি হবে আমাদের জন্য। টুর্নামেন্টে আরো অনেক ম্যাচ বাকি আছে। মাত্র চার ম্যাচই খেলেছি আমরা। আমাদের শৃঙ্খলাবোধ থাকা দরকার এবং নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছি এবং এটাও নিশ্চিত করতে হবে আমরা তাদের হারাতে পারি।’ হোল্ডার বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ব্যাটসম্যান হিসেবে নিজেদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করবো এবং বোলার হিসেবে নিজেদের আগ্রাসীভাবটা বজায় রাখবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর