× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শঙ্কামুক্ত মুশফিক, তবে...

ইংল্যান্ড থেকে

স্পোটস রিপোর্টার, টনটন থেকে
১৭ জুন ২০১৯, সোমবার

টনটনে গতকাল সকাল থেকেই দিনটি ছিল বেশ রৌদ্রজ্জ্বল। ইংল্যান্ডে আসার পর থেকে এমন ঝকঝকে আকাশ দেখা খুব কঠিন ছিল। এমন দিনে বাংলাদেশ দলও পেয়েছে সুসংবাদ। অনুশীলনের সময় বল লেগে আঘাত পাওয়া মুশফিকুর রহীমের হাতে কোন ফ্র্যাকচার নেই। তিনি আজ খেলতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমনটাই নিশ্চিত করেছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি শতভাগ ফিট কিনা সেই জবাব দিতে পারেননি টাইগার অধিনায়ক। মুশফিককে নিয়ে অধিনায়ক বলেন, ‘মুশফিক এখন ভালো আছেন, ওর যেখানে বল লেগেছে সেখানে এক্সরে, এমআরআই সব কিছু ঠিক আছে, কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। ওর খেলায় কোন সমস্যা হওয়ার কথা নয়।
তবে কিছুটা সময়তো আরো আছে হাতে। দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়! আপাতত কোনো সমস্যা  দেখছি না।’
মাশরাফির সংবাদ সম্মেলন শেষেই বাংলাদেশ দল মাঠে নেমে পড়ে অনুশীলনে। মুশফিকও সেই অনুশীলনে যোগ দেন। শুরুতেই  অনেকক্ষণ ধরে তিনি কিংপিং অনুশীলন করে নেন।  সেই সময় তাকে বেশ প্রাণবন্তই মনে হয়েছে। শনিবার অনুশীলনের সময় পেসার মোস্তাফিজুর রহমানের বল এসে তার ডান হাতে লাগে।  সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয়। জানা যায় তার আঘাতের জায়গাটি বেশ ফুলে গিয়েছিল। আইসিং করে দীর্ঘ সময় পরে তাকে এক্সরে করতে পাঠনো হয়। গতকাল দুপুরেই জানা যায় তার আঘাতের স্থানে বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
অন্যদিকে সাকিব আল হাসানও এখন বেশ ভালো আছেন বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব  বেশ কিছু সময় বিশ্রাম পেয়েছে। এখন বেশ ভালো আছে। কাল মাঠে নামতে পারবে। এতে আমাদেরই ভালো হয়েছে যে এমন একটা ম্যাচে সাকিব থাকতে পারছে।’
আজ টনটনের সমারসেট স্টেডিয়ামে ইংল্যান্ড বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। সবারই জানা নানা চোট আর আঘাতে এখন টাইগার শিবির। তবে কতটা ফিট আছে দলের ক্রিকেটাররা তাও প্রশ্ন। এ বিষয়ে অধিনায়ক পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন একেবারে ফিট না হলেও সবাই প্রস্তুত আছে লড়াইয়ের জন্য। অনেকেই ছোটখাটো ইনজুরি থাকলেও নিজেদেরকে ফিট হিবেসেই উপস্থাপন করছেন। বিশেষ করে যেটিকে মাশরাফি বলেছেন অভিনয় করতেই হয় ক্রিকেটারদের। তিনি বলেন, ‘ছোটখাটো চোট থাকলেও আমি মনে করি শারীরিকভাবে সবাই ফিট আছে। আসলে  কীভাবে চোটগুলোকে নিচ্ছে সেটি দেখার বিষয়। একেক জনের জন্য একেক রকম। অনেক সময় এখানে কিছুটা খারাপ থাকলেও অভিনয় করতে হয় ভালো থাকার। এটি দলের ভালোর জন্যই করতে হয়। বিশ্বকাপে আসলে এক দুইজনের পারফরম্যান্সে ভালো করা সম্ভব নয়। যারা খারাপ করছেন তাদেরও ভাবা উচিত নয় যে তার একার জন্য সমস্যা হচ্ছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর