× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে তালামীযের ঈদ পুনর্মিলনী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি আখতার হোসাইন জাহেদ বলেছেন, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, উন্নত শিক্ষাব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠাসহ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য তাকওয়া প্রয়োজন। তাই দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তাকওয়া নির্ভর নেতৃত্ব গড়তে হবে। তিনি গতকাল সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ হুসাইন মুহাম্মদ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগরীর সভাপতি জাহেদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার, মহানগরী সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মারুফ হুসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিলেট (পূর্ব) জেলার সহসভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাদি, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এম সুয়েব আহমদ, সহ-প্রচার সম্পাদক মো. জিল্লুর রহমান, অর্থ সম্পাদক লাবিবুর রহমান লাভলু, অফিস সম্পাদক সুমন আহমদ, সহ অফিস সম্পাদক হুমায়ুনুর রশীদ রকি, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়েজুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আব্দুল মালিক, নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল ও আবু বকর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর