× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

এসএ গেমসের ছাড়পত্র পেলো স্কোয়াশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রাথমিক ডিসিপ্লিনে ছিল না স্কোয়াশ। অবশেষে নানা দেন-দরবারের পর গেমসে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের স্কোয়াশ। সেই হিসেবে গেমসে ২৭ ডিসিপ্লিনের মধ্যে এখন ২৫টিতে অংশ নেবেন লাল সবুজের ক্রীড়াবিদরা। স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল বলেন, ‘মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম গেমসে স্কোয়াশ থাকলেও বাংলাদেশ অংশ নিচ্ছে না। তারপরই আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আবেদন জানাই। সম্প্রতি স্কোয়াশকে বাংলাদেশের অংশ নেয়া ডিসিপ্লিনগুলোর মধ্যে তালিকাভুক্ত করেছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।’ বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘অতীতে পদক জেতেনি এমন অনেক ডিসিপ্লিনই অংশ নিচ্ছে এবারের গেমসে। তাই ঢাকা (২০১০) ও গৌহাটি (২০১৬) এসএ গেমসে ব্রোঞ্জজয়ী স্কোয়াশকে শেষ পর্যন্ত রেখেছি আমরা।’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর