× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়ে শুরু সুয়ারেজ-কাভানিদের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

বল পায়ে গোল পেলেন দুই সুপার স্টার ফরোয়ার্ড লু্‌ইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। এতে দাপুটে জয় দিয়ে কোপা আমেরিকার এবারের আসর শুরু করলো উরুগুয়ে। কাল ভোরে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিযামে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই  তিন গোল আদায় করে নেয় উরুগুয়ে। বিরতির পর আরো এক গোল হজম করে  ইকুয়েডর। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে নিকোলাস লোদেইরোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ২৪তম মিনিটে লাল কার্ডে ভোগান্তি বাড়ে ইকুয়েডরের। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডর ডিফেন্ডার কুয়েনতেরো।
ম্যাচের যথাক্রমে ৩৩ ও ৪৪তম মিনিটে গোল পান প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড এডিনসন কাভানি ও বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৭৮তম মিনিটে ইকুয়েডরের ডিফেন্ডার আর্তুরো মিনার আত্মঘাতী গোলে বড় জয় নিশ্চিত হয় কোচ অস্কার তাবারেজের শিষ্যদের। আগামী শুক্রবার (২১ জুন) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে উরুগুয়ে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর পাঁচটায়। পরদিন একই সময়ে চিলির বিপক্ষে খেলবে ইকুয়েডর।
কাতারের লড়াকু ড্র
দিনের আরেক ম্যাচে লড়াকু ড্রতে প্যারাগুয়ের কাছ থেকে পয়েন্ট আদায় করে কাতার।  ‘বি’ গ্রুপের খেলায় ম্যাচের প্রথম ঘণ্টায় পরিষ্কার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এশিয়ার চ্যাম্পিয়নরা। অস্কার কারদোজো ও দার্লিস গঞ্জালেজের লক্ষ্যভেদে ম্যাচের ৫৬ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর শুরু কাতারের ঘুরে দাঁড়ানোর লড়াই। ম্যাচের শেষের দিকে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দেয় কাতার। ৬৮তম মিনিটে আলমোয়েজ আলী ও ৭৭তম মিনিটে বোয়ালেম খৌকির গোলে সমতায় ফেরে এবারের কোপায় আমন্ত্রিত এশিয়ার দলটি। আগামী ২০শে জুন গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ কলম্বিয়ার কাছে ২-০ গোলে হার দেখে লিওনেল মেসির আর্জেন্টিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর