× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের ম্যাচের আগে বোলারদের সতর্ক করলেন ফিঞ্চ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত জয়টা সহজেই এসেছে অস্ট্রেলিয়ার। অজিদের দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য অ্যারন ফিঞ্চদের বেশ চিন্তার মাঝেই ফেলে দিয়েছিলেন দুই লঙ্কান ওপেনার। দিমুথ করুনারত্নে-কুশল পেরেরার ওপেনিং জুটি স্টার্ক-কামিন্সদের শুধু হতাশাই উপহার দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ তাই তাদের বোলারদের সতর্ক করে বলছেন, প্রতিপক্ষকে অল্প রানে ফেরাতে বোলিংয়ের লাইন-লেন্থে আরো মনযোগী হতে হবে।
ওভালে করুনারত্নে-পেরেরা জুটি তুলেছিল ৮৭ রান। এবারের বিশ্বকাপে প্রথম দশ ওভারে এটাই দ্রুততম সূচনা। গত দশ বছরে ওয়ানডেতে প্রথম দশ ওভারে এত রান দেয়নি অস্ট্রেলিয়ার বোলাররা। এর চেয়ে বেশি রান তারা দিয়েছিল ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত ম্যাচে স্টার্কের দুই ওভারে এসেছে ১৩ রান, প্যাট কামিন্স তিন ওভারে দিয়েছিলেন ২৫।
কেন রিচার্ডসন ও জেসন বেহরেনড্রফ নিজেদের প্রথম তিন ওভারে দিয়েছিলেন যথাক্রমে ২৩ ও ৩২ রান। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে ফিঞ্চের দল। এই ম্যাচের আগে বোলারদের লঙ্কানদের বিপক্ষে ম্যাচের খারাপ শুরু থেকে শিক্ষা নিতে বলছেন, ‘শুরুতে আমরা এমনভাবে বোলিং করেছি যেন সেটা টেস্ট ম্যাচ ছিল। আমরা অনেক বেশি শর্ট বল করেছি, লেন্থটা আরো ফুল হওয়া উচিত ছিল। আমাদের বোলিং খানিকটা রক্ষণাত্মক হয়ে গেছে।  পরবর্তীতে যখন ফুল লেন্থে বল করেছে সবাই, তখনই উইকেট এসেছে। এর পর পরই ম্যাচের গতি বদলে গেছে। আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে, পরের ম্যাচে কাজে লাগাতে হবে।’ স্টার্ক-কামিন্সদের বাউন্সারে শুরুতে বেশ অনায়াসেই কাট-পুল করেছেন লঙ্কান ওপেনাররা। প্রথম ১০ ওভারে ছয়টি চার হয়েছে এভাবেই। বাউন্সার দিলে সেটাকে সঠিক লাইনেই দিতে হবে, মানছেন ফিঞ্চ, ‘আমরা বাউন্সার দিলেও কাজে লাগেনি। এটা শিক্ষণীয় বিষয় বোলারদের জন্য। ফুল লেন্থে বল করলে এলবিডব্লিউ ও বোল্ডের পরিমাণ বেড়ে যায়। শর্ট লেন্থে বল করলে ব্যাটসম্যানের ভুলের অপেক্ষায় থাকতে হয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর