× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বরূপে মোস্তাফিজ, ফর্ম জারি সাইফুদ্দিনের

ইংল্যান্ড থেকে

স্পোর্টস রিপোর্টার
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

ওয়ানডেতে ৫০ ম্যাচ পূর্ণ হলো মোস্তাফিজুর রহমানের। আর নিজের ল্যান্ডমার্ক ম্যাচে বল হাতে দ্যুতি দেখালেন মোস্তাফিজ। বিশ্বকাপে বল হাতে নিজের ফর্ম জারি রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। আর গতকাল ইংনিসের শেষ দিকে বাংলাদেশের এ পেসার যুগলের বিধ্বংসী বোলিংয়ে টাইগাররা লাগাম টানেন ক্যারিবীয় ইনিংসের। ৩৯.২তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৪২/৩। তবে শেষ পর্যন্ত টাইগাররা ৩২১/৮-এ বেঁধে রাখে ক্যারিবীয়দের। ৩২.২তম ওভারে মারকুটে ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৫৯/৩-এ। কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে।
কিন্তু সেখান থেকে ৪৩ বলে ৮৩ রানের বিধ্বংসী এক জুটি গড়ে মাশরাফিদের ফের চাপে ফেলে হেটমায়ার-শেই হোপ জুটি। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তবে মোক্ষম সময়ে স্বরূপে ফিরলেন মোস্তাফিজুর রহমান। ৪০তম ওভারে এসে জোড়া আঘাত হানেন এ টাইগার পেসার। স্বস্তি ফেরান টাইগার শিবিরে। মোস্তাফিজের ওভারের তৃতীয় বলটি মিডউইকেটে ভাসিয়ে দেন হেটমায়ার। ২৫ বলে ৫০ রানের টর্নেডো ইনিংস খেলা এই ব্যাটসম্যানের ক্যাচ দারুণ দক্ষতায় লুফে নেন তামিম ইকবাল। এরপর ওভারের শেষ বলটিতে দুর্দান্ত এক ডেলিভারি দেন মোস্তাফিজ। ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের (০) ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যাওয়া বলটি উইকেটরক্ষক মুশফিকুর রহীমের গ্লাভসবন্দি করতে কষ্ট হয়নি।
ইনিংস শেষে মোস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৯-০-৫৯-৩। আগের দুই ম্যাচ বল হাতে ফর্মের জন্য সংগ্রাম করতে দেখা গিয়েছিল মোস্তাফিজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭.১ ওভারের স্পেলে ৪৮ রানে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে তার ভোগান্তি বাড়ে আরো। ওই ম্যাচে ১ উইকেট পেলেও মোস্তাফিজ খরচ করেন ৯ ওভারে ৭৫ রান। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রথম স্পেলে মলিন দেখাচ্ছিল মোস্তাফিজকে। নিজের শুরুর পাঁচ ওভারে উইকেটশূন্য মোস্তাফিজ দেন ৪১ রান। তবে নিজের পরের ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট নেন বাংলাদেশি এ ‘কাটার মাস্টার’। এ সময় তিনি সাজঘরে ফেরান বাংলাদেশের বিপক্ষে আরো একটি সেঞ্চুরির দিকে যেতে থাকা শেই হোপকে। মোস্তাফিজের ডেলিভারিতে ব্যক্তিগত ৯৬ রানে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন বাংলাদেশের বিপক্ষে ১০ ওয়ানডেতে চারটি সেঞ্চুরি পাওয়া শেই হোপ।
এটি মোহাম্মদ সাইফুদ্দিনের প্রথম বিশ্বকাপ। আর নিজের অভিষেক বিশ্বকাপে টানা চার ম্যাচে দুইয়ের বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ২২ বছর বয়সী এ টাইগার পেসার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণ ১০ ওভারের কোটা পূর্ণ করেন কেবল সাইফুদ্দিনই। বল হাতে ১০ ওভারে ৭২ রান ব্যয়ে তিন উইকেট নেন এ ডানহাতি পেসার। আসরে সাইফুদ্দিনের শিকার দাঁড়ালো চতুর্থ সর্বাধিক ৯ উইকেটে। আর মোস্তাফিজের শিকার ৭ উইকেট। গতকাল বল হাতে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাইফুদ্দিনই। রানের খাতা খোলার আগেই সাইফুদ্দিন সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেইলকে। ১৩ বল মোকাবিলায় ‘ডাক’ মারেন ক্যারিবীয়দের ‘ইউনিভার্স বস’ খ্যাত এ ব্যাটসম্যান। পরে নিজের দ্বিতীয় স্পেলে ডেথ ওভারে সাইফুদ্দিন তুলে নেন বিপজ্জনক হয়ে ওঠা জেসন হোল্ডার ও আট নম্বরে ক্রিজে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর উইকেট। ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার খেলেন ১৫ বলে ৩৩ রানের ইনিংস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর