× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

যশোরে ছুরিকাঘাতে ছাত্রলীগের ৪ কর্মী জখম

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৯ জুন ২০১৯, বুধবার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের ৪ কর্মী আহত হয়েছে। আহতরা হলো- তন্ময় (১৯), ইব্রাহীম (১৮) সাব্বির (১৮) ও সোহাগ (১৯)। আহতরা যশোর সরকারি পলিটেকনিক কলেজের ছাত্র।  গতকাল দুপুর আড়াইটার দিকে  কলেজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক প্রতক্ষ্যদর্শী ও ছাত্ররা জানান,  দুপুরে সরকারি পলিটেকনিক কলেজে ক্লাস চলাকালে ক্লাস রুমের পাশে শয়ন, উৎসব ও মিকাঈল নামে তিন ছাত্র ধূমপান করছিল। এসময় তন্ময়, ইব্রাহিম ও মধুসহ কয়েকজন ছাত্র তাদের ধুমপান করতে নিষেধ করে। এ নিয়ে তর্ক বিতর্ক হয়। ধূমপানকারী ছাত্ররা এঘটনা মোবাইল ফোনে তাদের বহিরাগত বন্ধুদের জানায়। কিছুক্ষণের মধ্যে বহিরাগত কয়েকজন এসে তন্ময়, ইব্রাহীম সাব্বির ও সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালের  জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ছুরিকাঘাতে চার কলেজ ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা আশংকামুক্ত। এব্যাপারে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান শিকদার জানান, আহতরা ছাত্রলীগ কর্মী। ‘মাদক সেবনে বাধা ও ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বহিরাগতরা ছাত্রলীগ কর্মীদের হামলা করে আহত করেছে। সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল আজিজ বলেন, আমি দুপুরের খাবার খেতে বাসায় রয়েছি। আমি শুনেছি আমার কলেজ অভ্যান্তরে বহিরাগতরা এসে চার ছাত্রকে ছুরিকাঘাত করেছে। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি। উপশহর ক্যাম্পের আইসি এসআই ফারুক হোসেন বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৪ কলেজ ছাত্র আহত হওয়ার খবর শুনে আমি হাসপাতালে এসেছি।  ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। এদিকে ঘটনার পর থেকে যশোর পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর