× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়া-৬ উপ-নির্বাচন / ভোটারের মুখোমুখি প্রার্থীরা

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৯, বুধবার

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী সব দলের প্রার্থী। মঙ্গলবার (১৮ই জুন) দুপুর ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ প্রতিশ্রুতি দেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সুজন বগুড়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিএনপি’র প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান। তবে দু’জন স্বতন্ত্র প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ বগুড়ার উন্নয়নে স্থবিরতার অভিযোগ করেন এবং আগামীতে কী ধরনের উন্নয়ন করা হবে, তা প্রার্থীদের কাছে জানতে চান। প্রশ্নোত্তর পর্বে টি জামান নিকেতা জানান, সরকার দলের প্রার্থী নির্বাচিত হলে বগুড়ার উন্নয়ন করা সহজ হবে। তিনি নির্বাচিত হলে বগুড়ার সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দেন। বগুড়া সফরে এসে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।
সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ণ হয়নি। তিনি নির্বাচিত হলে বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন কিনা উপস্থিত এক ভোটা জানতে চাইলে টি জামান নিকেতা বলেন, আমাদের পরিকল্পনা ছিলো বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমি নির্বাচিত হলে সেটি করার চেষ্টা করবো। বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জনতার উদ্দেশ্যে বলেন, আমরা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করছি। বগুড়ার উন্নয়ন একার করা সম্ভব নয়। তিনি এ সময় বলেন, সরকারের সাথে উন্নয়ণে একাত্মতা প্রকাশ করেই কাজ করে যাবো। আর নির্বাচিত হলে বগুড়ায় রেললাইন, বিমানবন্দর চালুর পরিকল্পনার কথা জানান জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর। অন্যদিকে, নিজেকে আলেম দাবি করে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী রফিকুল ইসলাম জানান, সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বগুড়ার উন্নয়ন সম্ভব নয়। তাই সংসদকে প্রাণবন্ত করতে তাকে প্রয়োজন আছে। দলবল নির্বিশেষে তাকে বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এসময় বক্তব্য রাখেন সুুুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখা সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর