× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দোহারে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাংলারজমিন

দোহার (ঢাকা) প্রতিনিধি
১৯ জুন ২০১৯, বুধবার

দোহার উপজেলায় কৌশলে এক গৃহবধূর নগ্ন ভিডিও  মোবাইলে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার লটাখোলা বিলেরপাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে বলে জানান দোহার থাানার ওসি মো. সাজ্জাদ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো- ওই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুস সালাম (৩৫) ও একই এলাকার মুনসুর মোল্লার ছেলে মো. মাসুদ রানা (৩২)। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৭শে মে রাতে ওই গৃহবধূ তার নিজ ঘরে কাপড় বদলানোর সময় আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় দুই বখাটে সালাম ও মাসুদ রানা ঘরের জানালার ফাঁক দিয়ে কৌশলে ওই গৃহবধূর নগ্ন ছবি মোবাইলে ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর ২৯শে মে সকালে বখাটেরা একটি খামের ভিতরে গৃহবধূর আপত্তিকর দুটি ছবি প্রিন্ট করে তা গৃহবধূর ঘরের দরজার সামনে রেখে যায়। খামের উপরে নগ্ন ভিডিও ধারণ করা কথা লিখে টাকা দাবি করে বখাটেরা। এর পর বিভিন্ন সময়ে বখাটেরা গৃহবধূকে তার নগ্ন ছবি দেখিয়ে এবং তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করলে প্রথম ধাপে তাদের ২০ হাজার টাকা দেয় গৃহবধূ। এভাবে গৃহবধূকে মানসিকভাবে নির্যাতনের এক পর্যায়ে গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে।
কিন্তু পরিবারের লোকজনের উপস্থিতিতে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আবার চাঁদা চেয়ে গৃহবধূকে চাপ দিলে সে স্থানীয়দের সহায়তায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পুলিশ ওই গৃহবধূকে দিয়ে ফাঁদ পেতে চাঁদা দিবে বলে ওই দুই বখাটেকে কৌশলে ডেকে আনে। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেইসঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরি কার্ড সহ জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রোববার দিবাগত রাতেই তিনজনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে দোহার থানায় একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে ওই দুই বখাটেকে আদালতে পাঠানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর