× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লন্ডন মাতাচ্ছে বিশ্বকাপ নিয়ে রাজিবের গান

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ জুন ২০১৯, বুধবার

বিশ্বকাপ এবার আবেগ হিসেবে কাজ করছে বৃটেনে থাকা সিলেটিদের কাছে। কাজ-কর্ম ফেলে দলকে সাপোর্ট দিতে প্রবাসী সিলেটিরা ছুটে চলেছেন স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে। একটাই লক্ষ্য- প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দেয়া। এ কারণে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সাপোর্টাররা নজর কেড়েছেন সবার। এখানেই শেষ নয় বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ শুরুর আগে থেকে সিলেটের ওসমানীনগরের রাজিবের গান নাড়া দিয়েছে প্রবাসীদের। এই গান এখন মাতাচ্ছে লন্ডন। ‘বাংলাদেশের ছেলে আমরা খেলবো বিশ্বকাপে’ গানের মিউজিক ভিডিও অন্যতম ফেভারিট গানে পরিণত হয়েছে।
রাজিবের পুরো নাম ফজলুল হক রাজিব। সিলেটের ওসমানী নগর উপজেলার ইশাগ্রাই গ্রামে জন্ম। পিতা ছালিক মিয়া। পড়ালেখাও সিলেটে। প্রায় ১০ বছর আগে তরুণ বয়সে জীবিকার তাগিদে চলে গেছেন লন্ডনে। কিন্তু দেশের প্রতি দরদ এবং ভালোবাসার কমতি নেই তার। রাজিবের কণ্ঠ, কথা ও সুরে সংগীত আয়োজন করেছেন ইবরার টিপু। লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ধারণকৃত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন একঝাঁক ক্রিকেটপ্রেমী তরুণ। তারা হলেন- লন্ডনে বসবাসকারী সিলেটি যুবক লুৎফুর রহমান, আবদুস সালাম, ডানেল আহমেদ, নোমান আহমদ, ইব্রাহিম খলিল, শামীম আহমেদ, রাশেদ হোসাইন, রুহেল খান, মোহন আলী, ও শাহীন রেজা লালন। সৃজনশীল কাজ করেছেন বৃটেন প্রবাসী রাজিব। তিনি গান রচনা করেছেন। ‘বাংলাদেশের ছেলে আমরা খেলবো বিশ্বকাপে’ নামের একটা মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ-বৃটেনসহ সারা বিশ্বের বাঙালিদের মাঝে। ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় লাখেরও অধিক দর্শক গানটির ভিডিও দেখেছে। অন্যদিকে এই ভিডিওটি চ্যানেল আই বিশ্বকাপ ক্রিকেটের ‘থিম সং’ হিসেবেও ব্যবহার করছে। এ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের লাখ-লাখ দর্শক গানটির অংশ হয়ে যাচ্ছেন প্রতিদিনই। রাজিব জানিয়েছেন- ‘আমরা বৃটেনে থাকলেও বাংলাদেশকে বুকে ধারণ করি। এ কারণেই আমি বিশ্বকাপকে নিয়ে গান লিখি। এই গান ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়ায় তিনি আনন্দিত।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর