× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সেনবাগে সন্ত্রাসী হামলা, আহত ৪

বাংলারজমিন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
১৯ জুন ২০১৯, বুধবার

সেনবাগের মোহাম্মদপুর ইউপির দক্ষিণ মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দাবিকৃত চাদার ৫০ হাজার টাকা না দেয়ায় মন্টু চন্দ্র দাসের বাড়িতে হামলা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী রয়েল ও বাহাদুরের নেতৃত্বে হামলায় পান ব্যাপারী মন্টু চন্দ্র দাস (৮০) উষা রানী দাস (৫০) মিঠুন চন্দ্র দাস (২১) ও মায়া রানী দাস (৪৭) গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানার এএসআই অরূপ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেশব চন্দ্র দাস বাদী হয়ে সোমবার রাতে সেনবাগ থানায় মামলা (নং-১৪) করেছে। মামলার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টায় সন্ত্রাসী রয়েল মন্টু দাসের বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে নির্মাণাধীন বিল্ডিংয়ের সমপ্রসারণ কাজ বন্ধ করে দেবেন বলে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে সে স্থান ত্যাগ করে। বাড়ির কর্তা পান ব্যাপারী মন্টু চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, ওইদিন সন্ধ্যা ৭টায় রয়েল ও বাহাদুরের নেতৃত্বে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে নারী-পুরুষদের ওপর হামলা চালায়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর