× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি-গাঙ্গুলীরা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, বুধবার

এবারের বিশ্বকাপে ৩০০ রান তাড়া করে জয়ের নজির ছিল না কোনো দলের । সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রান তারা করে জয় পায় বাংলাদেশ। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ এক জয় শেষে টাইগারদের প্রশংসায় মেতেছেন বিশ্ব ক্রিকেটের রথি-মহারথিরাও।
পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি: ‘বাংলাদেশি টাইগারদের অভিনন্দন। তারা এ জয়ের যোগ্য। সাকিব ও লিটন দাসের ইনিংস অসাধারণ। বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দেশকে ছোট করে দেখা উচিত নয় কারণ সবাই এখানে প্রস্তুতি নিয়েই খেলতে এসেছে।’
বাংলাদেশের সাবেক কোচ ইয়ান্ট পন্ট: ‘সাকিবের সব থেকে বড় গুণ হচ্ছে ও সবসময় শোনে এবং শেখে। সে একদম বাচ্চাদের মতো আর একটু দুর্লভ প্রতিভা।
এই জয়টা বাংলাদেশের প্রাপ্য।’
ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ: ‘বাংলাদেশকে এই জয়ের জন্য অভিনন্দন। এত বড় লক্ষ্য তারা এত সহজে তাড়া করলো, আমি অভিভূত। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পথে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে সাকিব। তবে আমি বেশি মুগ্ধ হয়েছি তরুণ লিটন দাসের পরিপক্বতা দেখে।’
ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে: ‘এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স। আর আমি বাংলাদেশের খেলা অনেক দিন ধরেই দেখে আসছি।’
সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী: ‘ভালো খেলেছো বাংলাদেশ। দলের এমন পারফর্মেন্স দেখে খুব ভালো লাগছে। সাকিব আল হাসান, এভাবেই খেলে যাও।’
সাবেক ভারতীয় ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া: ‘বাংলাদেশের জন্য ভীষণ আনন্দিত। কী দুর্দান্ত এক ফল!’
সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান: ‘আগে দক্ষিণ আফ্রিকাকে হারালো, এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে রান তাড়া করে জিতলো। সাকিব এক কথায় অসাধারণ ছিল।’
সাবেক কিউই ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন: ‘দারুণ একটি রান তাড়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভালো খেলেছ সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি সাকিবের!’
সাবেক ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং: ‘আমি তো ভেবেছিলাম লিটন ছয় বলে ছয় ছক্কাই মেরে দেয় কি না! বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক জয়।’
সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড: ‘সাকিব দেখিয়ে দিয়েছে, সে শুধু বিশ্বসেরা অলরাউন্ডার নয়, একজন বিশ্বমানের ব্যাটসম্যানও বটে। দুর্দান্ত ইনিংস। অভিনন্দন বাংলাদেশকে।’
সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেল: ‘দুর্দান্ত চেজ করেছে বাংলাদেশ। দেখিয়ে দিলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা অঘটন ছিল না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর