× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘টোঙ্গার কাছেও হারবে আর্জেন্টিনা’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৯, বুধবার

প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গা। ফিফা র‌্যাঙ্কিংয়ে গত বছর তাদের অবস্থান ছিল তলানিতে (২০৭)। আর  মেসিদের সমালোচনায় ওশেনিয়া অঞ্চলের দলটির সঙ্গে আর্জেন্টিনার তুলনা করলেন ডিয়েগো ম্যারাডোনা।  কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের হার দেখে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা বলেন, ‘টোঙ্গাও আমাদের হারাতে পারবে।’
ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬তে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরে  ২০০৮-১০ পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালনির সমালোচনায় ম্যারাডোনা বলেন, ‘স্কালনির মতো অনভিজ্ঞ একজনের কাছে আর্জেন্টিনা দলের দায়িত্ব দিলো ফুটবল ফেডারেশন। সে যখন আর্জেন্টিনার হয়ে খেলতো তখনও তার কোনো গুরুত্ব ছিলো না দলে।’
আর্জেন্টিনার গত কয়েক বছরের পরফর্মেন্সে মোটেও খুশি নন ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমাদের একটা সুখ্যাতি রয়েছে।
যা আমরা ফুটবলের মাধ্যমে গড়ে তুলেছি। এই জার্সির মানে কি? তোমাদের এটার মূল্য বুঝতে হবে। তোমরা এই জার্সির অপমান করছো।’ কাপা আমেরিকার দ্বিতীয় সর্বাধিক ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত ২৬ বছরে একবারও এ শিরোপার স্বাদ নিতে পারেনি। শেষবার  ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। গত দুই আসরে (২০১৫, ২০১৬) ফাইনালে উঠেও চিলির কাছে শিরোপা খোয়ায় মেসি বাহিনী। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নের বিশ্বকাপ হাতছাড়া করে আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচ হেরে তালিকায় অতিথি দল কাতারের থেকে পিছিয়ে আছে তারা। তিন পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া। আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর