× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাজিলের হোঁচট, ফিরমিনোর ভোগান্তির ‘হ্যাটট্রিক’

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৯, বৃহস্পতিবার

কোপা আমেরিকার প্রথম ম্যাচে দারুণ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল স্বাগতিক ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে সেলেসাওরা। এদিন তিনবার ভেনেজুয়েলার জাল কাঁপিয়েও ভিএআরে কপাল পুড়েছে ব্রাজিলের। ম্যাচে রবার্তো ফিরমিনোর কারণে ব্রাজিলের গোল বাতিল হয় তিন তিনবার। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েছিলেন রবার্তো ফিরমিনো, ভিএআরে গোলটি বাতিল করেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে দুইবার ব্রাজিলের গোল বাতিল হয়। ড্রয়ের পরও গ্রুপ ‘এ’ থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো আটবারের কোপা চ্যাম্পিয়নরা। আর সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পেরু।
এদিন গ্রুপের অপর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে পরাজিত করে পেরু। আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে সেলেসাওরা। কোপা আমেরিকার গত আসরে পেরুর কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আসরের আটবারের চ্যাম্পিয়নরা। সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে হার দেখে ব্রাজিল।
ফঁতে নোভা এরিনায় ৩৮তম মিনিটে ভেনেজুয়েলার জালে বল জড়ান লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনো। গোলের আগে ভেনেজুয়েলান ডিফেন্ডার ভিয়েনুয়েভাকে ফাউল করেন এই ব্রাজিলিয়ান। পরে ভিএআরের পরিষ্কার ফাউল ধরা পরায় গোলটি বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধে  রির্চাডসনের বদলি হিসেবে মাঠে নামেন গ্যাব্রিয়েল জেসুস। মাঠে নেমে ম্যাচের ৫৭তম মিনিটে ভেনেজুয়েলার জালে বল জড়ান ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড । ফিরমিনোর পাস থেকে বল পেয়ে গোল করেন জেসুস। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে এ গোলটিও বাতিল হয়। ভিএআরে পরিষ্কার দেখা যায় জেসুসকে পাস দেয়ার আগে ফিরমিনো অফসাইডে ছিলেন। ম্যাচের ৮৫তম মিনিটে ডি-বক্সের ভিতর থেকে ভেনেজুয়েলার জালে বল জড়ান বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো। কিন্তু সে গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। ভিএআরে দেখা যায় ফের অফসাইডে ছিলেন লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনহো। এদিন ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মোট ১৯টি শট নেয় ব্রাজিল। তার মধ্যে গোলমুখে শট নিতে পেরেছে মাত্র একটি। ৬টি শট নিয়ে ভেনেজুয়েলাও গোলমুখে শট নিতে পেরেছে একটি শট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর