× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ধাওয়ান

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৯, বৃহস্পতিবার

চোটাক্রান্ত শিখর ধাওয়ানকে টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশা করছিল ভারত ক্রিকেট দল। কিন্তু না, বাঁহাতি এই ওপেনার ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ড বলেছে, ‘ধাওয়ানের বাঁহাতের বুড়ো আঙুলে চিড় রয়েছে। বিশেষজ্ঞরা যা বলেছেন, তাতে ধাওয়ানের চোট পুরোপুরি সেরে উঠতে জুলাইয়ের মাঝামাঝি সময় লেগে যাবে। ফলে চলতি বিশ্বকাপে আমরা আর তাকে পাচ্ছি না।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকান ওপেনার ধাওয়ান। ১০৯ বলে ১১৭ রান করেন তিনি। ম্যাচটি ভারত জেতে ৩৬ রানে।
কিন্তু খেলার এক পর্যায়ে অজি পেসার প্যাট কামিন্সের ডেলিভারিতে বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান। শেষ পর্যন্ত চোটই তার বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিলো। ধাওয়ান চোটে পড়ার পরপরই ইংল্যান্ডে উড়ে যান বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্ত। ধাওয়ান ছিটকে যাওয়ায় পাকাপাকিভাবে স্কোয়াডে জায়গা করে নেবেন পান্ত। রোহিত শর্মার সঙ্গে বাকি ম্যাচগুলোতে হয়ত ওপেন করতে দেখা যাবে লোকেশ রাহুলকেই। ধাওয়ানের অভাব খুব একটা বুঝতে দেননি ডানহাতি রাহুল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে ৫৭ রান করে ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তিনি। ২২শে জুন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ভারত। হ্যামস্ট্রিং চোটের কারণে ওই ম্যাচে ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমারকেও পাচ্ছে না তারা। ভুবনেশ্বরের বদলে প্রথমবার একাদশে দেখা যেতে পারে আরেক ডানহাতি পেসার মোহাম্মদ শামিকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর