× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তান দলের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট!

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৯, বৃহস্পতিবার

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স ক্ষুব্ধ পাকিস্তানিরা। গুজরানওয়ালা সিভিল কোর্টে এক ক্রিকেটপ্রেমী তো পাকিস্তান দলকেই নিষিদ্ধ করার আবেদন জানিয়ে বসেছেন! বিশ্বকাপে সরফরাজদের পারফরম্যান্সে হতাশ পাকিস্তানিরা। ভারতের বিপক্ষে বিশ্বকাপে টানা সপ্তম হারে তাদের হতাশা রূপ নিয়েছে ক্ষোভে। এটি আদালত অবধি গড়িয়েছে। এক ভক্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে রিট পর্যন্ত করেছেন। গুজরানওয়ালা সিভিল কোর্টে তিনি তাঁর আবেদনে পাকিস্তান দলের নির্বাচক কমিটিকেও বরখাস্তের আর্জি জানিয়েছেন। বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর মাত্র ১০৫ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস।
মাঝে ইংল্যান্ডকে হারিয়ে সমর্থকদের প্রত্যাশা মেটালেও চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হন সরফরাজরা। আগে ব্যাটিং শেষে ৩৩৬ রান করে ভারত। জবাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানে হার নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান। পাকিস্তান দলে অভ্যন্তরীণ কোন্দল আর শৃঙ্খলাজনিত নানা ব্যাপারও সামনে চলে আসছে।
পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদনটি দায়ের হয়েছে। গণমাধ্যমে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি। আবেদনে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদনও রয়েছে আর্জিতে। এর পর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানায়, গতকাল এ নিয়ে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ১০ দলের এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পেছনে রয়েছে কেবল আফগানিস্তান। আগামী ২৩শে জুন নিজেদের বাঁচামরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সরফরাজরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর