× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোলায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সভাপতি জেলে

দেশ বিদেশ

ভোলা প্রতিনিধি
২০ জুন ২০১৯, বৃহস্পতিবার

 ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে আটক করেছে ভোলা থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে ভোলা সরকারি কলেজের সামনের পাপনের বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগ নেতারা জানান, গতকাল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে পুলিশের ২টি পিকআপ ভ্যান ও ৬ থেকে ৭টি মোটরবাইক ভোলা কলেজের সামনে তার বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়েছে। ছাত্রলীগ নেতা মুশফিক জানান, কয়েকদিন যাবৎ ভোলায় ছাত্রলীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দল চলে আসছে। এই নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপ ছাত্রলীগের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত জেলা কমিটি ভেঙে দিতে কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। গতকালও সদর রোডে মিছিল সমাবেশ করেছে নতুন পদ প্রত্যাশীরা। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ছাড়া আর কিছুই দেখছেন না তার পরিবার। এদিকে তার মুক্তির জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাসহ ভোলার ছাত্রলীগ নেতারাও দাবি জানিয়েছে।
তার মুক্তি চেয়েছেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির। তবে তার গ্রেপ্তার নিয়ে রাতে ভোলা থানা পুলিশের কোনো বক্তব্য না পাওয়া গেলেও আজ সদর মডেল থানার ওসি সগির মিয়া জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে।
তবে তাকে জনৈক ঠিকাদার ছোটনের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তার পরিবার দাবি করেছেন, গতকাল রাত পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাকে পুলিশ ধরে নিয়ে চাঁদাবাজি মামলা দিয়ে জেলে পাঠিয়েছে।






অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর