× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চোখ থাকবে যাদের ওপর

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস রিপোর্টার
২১ জুন ২০১৯, শুক্রবার

এউইন মরগান
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ৩১ ম্যাচে কোনো সেঞ্চুরি পাননি এউইন মরগান। সর্বোচ্চ ৯২। তবে আক্ষেপটা আজই ঘুচে যেতে পারে ইংলিশ অধিনায়কের। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের গত ম্যাচে এবারের বিশ্বকাপের দ্রুততম (বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ দ্রুততম) সেঞ্চুরি উপহার দিয়েছেন মরগান। ওই ম্যাচে ১৭ ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডটি নিজের করে নেন তিনি । আজ শ্রীলঙ্কার বিপক্ষেও বিধ্বংসী হয়ে উঠতে পারেন এ বাঁহাতি।
জো রুট
চলতি আসরে তৃতীয় সর্বাধিক ৩৬৭ রান জো রুটের। ২ সেঞ্চুরি, ২ হাফসেঞ্চুরি।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি জো রুটের ঘরের মাঠে। পরিচিতজনদের সমানে ভালো খেলার একটা প্রেরণা অবশ্যই থাকবে তার। আর সাবেক ও বর্তমান মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান রুটই। ২৪ ম্যাচে ৯৭১ রান করেছেন তিনি। ২ সেঞ্চুরির সঙ্গে ৬টি হাফসেঞ্চুরি রয়েছে রুটের। গত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান রুট। তবে ম্যাচটি জিততে পারেননি। এবার হয়ত সেই আক্ষেপটাও ঘুচাবেন রুট।
জোফরা আর্চার
হেডিংলির উইকেট বরাবরই পেসারদের জন্য কিছু না কিছু বরাদ্দ রাখে। হতে পারে এখানেই আজ জোফরা আর্চারের ক্যারিয়ারসেরা বোলিং দেখবে ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি বোলার আর্চার (৫ ম্যাচে ১২ উইকেট)। এখন অবধি সবচেয়ে দ্রুততম ডেলিভারিটিও তার। বার্বাডোজে জন্ম নেয়া ২৪ বছর বয়সী আর্চার শ্রীলঙ্কার জন্য ‘আউট অব সিলেবাস’ বোলার। গতির বিরুদ্ধে তারা কতোটা দুর্বল, সেটি দেখা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই। মিচেল স্টার্কের বলে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লঙ্কান ব্যাটসম্যানরা।
দিমুথ করুণারত্নে
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে যেন দলটির ‘ওয়ান-ম্যান আর্মি’। ৩ ম্যাচে দুই ফিফটিতে দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ১৭৯ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই করুণারত্নেই জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকদের। ওপেনিংয়ে নেমে ৯৭ রান করেন। তিনি আউট হয়ে যাওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন-আপ। ইংল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে করুণারত্নেই শ্রীলঙ্কার প্রধান ভরসা।
লাসিথ মালিঙ্গা
ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গার একটা স্পেলই শেষ করে দিতে পারে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। লঙ্কান বোলারদের মধ্যে থ্রি লায়ন্সদের বিপক্ষে সবচেয়ে সফল তিনিই। ২৯ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি মালিঙ্গা। তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবুও দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারের দিকেই তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর