× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জর্জিয়ায় রুশ এমপির বক্তব্যের প্রতিবাদে পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) জুন ২২, ২০১৯, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

জর্জিয়ার পার্লামেন্টে এক রুশ এমপির দেয়া বক্তব্যের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করেছে ভবনের বাইরে সমাবেশরত কয়েক হাজার বিক্ষোভকারী। এতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সহিংস সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ বিক্ষোভকারী ও ৩৯ পুলিশকর্মী। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, রুশ এমপি সের্গেই গাভরিলভ বৃহস্পতিবার জর্জিয়ার পার্লামেন্টের ভেতর অর্থডক্স খ্রিষ্টান দেশগুলোর এমপিদের উদ্দেশে বক্তব্য রাখেন। রাশিয়া ও জর্জিয়া দুটি অঞ্চল নিয়ে এর আগে লড়াই করেছে। আবখাজিয়া ও দক্ষিণ অসেতিয়া অঞ্চল দুটিকে জর্জিয়া থেকে ২০০৮ সালে দখল করে নেয় রাশিয়া। দখলের পর অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে রাশিয়া এবং সেখানে এখনো রুশ সেনারা অবস্থান নিয়ে আছে।
জর্জিয়ার বিরোধী দল পশ্চিমাপন্থি হিসেবে পরিচিত।
তারাই প্রথম রুশ এমপির বক্তৃতা দেয়ার বিষয়টির প্রতিবাদ জানায়। দলটি বরাবরই জর্জিয়ায় মস্কোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা বৃহসপতিবার পার্লামেন্টের চারদিকে ঘেরাও করে সিপকারের পদত্যাগ দাবি করে। ধারণা করা হয় সেখানে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছিল। তারা রাশিয়াকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে দাবি করে স্লোগান দিতে থাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর