× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটি /সভাপতি সেলিম সাধারণ সম্পাদক নাসিম

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০১৯, রবিবার

‘জিতবে ২১ জন, হারবে না কেউ’ এই স্লোগানে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির জন্য ৫২ জন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম সভাপতি এবং ৪২২ ভোট পেয়ে আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজয়ী অন্যদের মধ্যে সহ-সভাপতি আজাদ আবুল কালাম পেয়েছেন ৩৪৪ ভোট, ইকবাল বাবু ২৭৪, তানিয়া আহমেদ ২৪৩,  যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ২৪৮ ও আনিসুর রহমান মিলন পেয়েছেন ২১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ-সম্পাদক নূর এ আলম নয়ন পেয়েছেন ৩২২ ভোট। দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম ১৭৭, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু ২২৯, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি ২০২, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় ২৪২ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল পেয়েছেন ৩১০ ভোট। এ ছাড়া  নাদিয়া আহমেদ ৩৬৩, সেলিম মাহবুব ৩৫৫, জাকিয়া বারী মম ২৭৬, বন্যা মির্জা ২৬৮, মুনিরা বেগম মেমী ২৪৩, শামস সুমন ২৩৮ ও রাজীব সালেহীন ২২৯ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬০৩ জন। ভোট দিয়েছেন ৫১৬ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর