× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

হচ্ছে না আইয়ুব বাচ্চু চত্বর বসছে শুধু রূপালী গিটার

বিনোদন

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে
২৩ জুন ২০১৯, রবিবার

চট্টগ্রাম মহানগরীর ‘প্রবর্তক মোড়’ নাম পরিবর্তন করে আইয়ুব বাচ্চু চত্বর করার ঘোষণা নিয়ে সমালোচনার মুখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। যার মুখে পড়ে আইয়ুব বাচ্চু চত্বর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চসিক।  চসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন জানান, প্রবর্তক মোড়ের নাম পাল্টে আইয়ুব বাচ্চু চত্বর করার কোনো ইচ্ছে নেই চসিকের। এ মোড়ে শুধু আইয়ুব বাচ্চুর রূপালী গিটার স্থাপনের মাধ্যমে ইয়ং এনভায়রনমেন্ট তৈরি করা হবে। তিনি বলেন, প্রবর্তক মোড় বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি ঐতিহ্যবাহী জায়গা। এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত কর্পোরেশনের নেই। এই ব্যাপারে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। নাম পরিবর্তন সিটি করপোরেশনের সিদ্ধান্তে হয় না।
এটি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসতে হয়। সমপ্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থায়ী কমিটি ও মাসিক সাধারণ সভায় নগরীর সৌন্দর্য বর্ধনের চলমান কার্যক্রমের আওতায় ব্যস্ততম এলাকা প্রবর্তক মোড়ে বাচ্চুর রূপালী গিটার স্থাপনের সিদ্ধান্ত হয়। সেই মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়। সিটি করপোরেশনের প্রণীত নকশায়ও লেখা আছে আইয়ুব বাচ্চু চত্বর। এর সমালোচনা করে নগরীর সৌন্দয্যবর্ধনে যুক্ত চারুশিল্পী শ্রীকান্ত আচার্য্য ফেসবুকে লেখেন, আইয়ুব বাচ্চুর শুধু রূপালী গিটার কেন? কেন শ্রদ্ধেয় শিল্পী আইয়ুব বাচ্চু ভাইয়ের পূর্ণাঙ্গ স্ট্যাচু নয়? আর একজনকে শ্রদ্ধা ও স্মৃতিময় করে রাখতে গিয়ে, একটি ঐতিহ্যময় জায়গার নাম পরিবর্তন করতে হবে কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জ্যেষ্ঠ সাংবাদিক ফজলে এলাহী লিখেছেন, প্রবর্তক মোড়ের নাম কেন পাল্টাতে হবে? ওই মোড়ের নাম প্রবর্তক মোড় রেখেও ওখানে আইয়ুব বাচ্চুর স্ট্যাচু ও রূপালী গিটারের ভাস্কর্য হতে পারে। ভুলে গেলে চলবে না, প্রবর্তক মোড় চট্টগ্রাম শহরের ইতিহাসেরই অংশ। এদিকে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত নয় এমন স্থানে রূপালী গিটার স্থাপন নিয়েও চলছে আলোচনা। এ ছাড়া প্রবর্তক মোড় সামান্য বৃষ্টিতেও হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এই অবস্থায় সেখানে এই নান্দনিক স্থাপনা নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাচ্চুর কৈশোর-তারুণ্যের সঙ্গীদের কয়েকজন জানিয়েছেন, আইয়ুব বাচ্চুর বেড়ে ওঠা নগরীর মাদারবাড়ি এলাকায়। নিউমার্কেট, কাজীর দেউড়ির মোড়, রিয়াজউদ্দিন বাজার, আউটার স্টেডিয়ামকে ঘিরেই ছিল তার পদচারণা। তার সংগীত জীবনের শুরুও সেখান থেকেই। ফেসবুকজুড়ে সমালোচনামূলক এমন অসংখ্য স্ট্যাটাস ও মন্তব্যের বিষয় নিয়ে জানতে চাওয়া হলে চসিকের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, প্রবর্তক মোড়ের মতো এত প্রশস্ত জায়গা আর কোথাও পাইনি। যেসব জায়গায় আইয়ুব বাচ্চুর স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোর নামকরণ হয়ে গেছে। তিনি বলেন, প্রবর্তক মোড়ের নামও ঠিক থাকবে। আইয়ুব বাচ্চু চত্বর হবে না। শুধু রূপালী গিটার স্থাপন করা হবে। গিটারের আদলে ভাস্কর্য করা হলেও আইয়ুব বাচ্চুর পূর্ণাঙ্গ ভাস্কর্য স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানান সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম। তিনি বলেন, ভাস্কর্য বানালে সেটি রাখতে পারব না। ভেঙে দেবে। বাঘের ভাস্কর্য বানিয়েছি, সেগুলোই তো রাখতে পারছি না। প্রসঙ্গত, গত বছরের ১৮ই অক্টোবর সকালে রাজধানীতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। চট্টগ্রামে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর