× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্লাসে ফিরেছেন বুয়েটের শিক্ষার্থীরা

শেষের পাতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২৩ জুন ২০১৯, রবিবার

অবশেষে ক্লাসে ফিরেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৬ দফা দাবি মেনে নেয়া হবে বলে লিখিত আশ্বাস (নোটিশ) দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই ক্লাসে ফিরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। 
আন্দোলনকারীদের একজন বুয়েট ১৬তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান মিঠু গতকাল দুপুরে বলেন, ‘প্রশাসন ১৬ দফা দাবি বাস্তবায়নে লিখিত আশ্বাস দেন।

এরপর সবার সম্মতিতে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ১৬ দফা দাবির যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ারাধীন সেগুলো বাস্তবায়ন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। এছাড়াও একাডেমিক কাউন্সিলের আওতাধীন বিষয়গুলো বাস্তবায়নে একাডেমিক কাউন্সিলকে অনুরোধ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ই জুন থেকে ১৬ দফা দাবিতে লাগাতার আন্দোলন নামে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে বারবার  সাক্ষাৎ করতে চেয়েও ভিসির দেখা পাননি।
আন্দোলনের ষষ্ঠ দিন বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ২১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে বুয়েটে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম ও ছাত্রলীগের নেতৃবৃন্দও। দীর্ঘ চার ঘণ্টার বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে। আমি আশা করবো শিক্ষার্থীরা শনিবার থেকে ক্লাসে ফিরবেন। অন্যদিকে শিক্ষার্থীরা বলেন, ১৬ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস ফেলেই কেবল তারা আন্দোলন থেকে সরে আসবেন। নতুবা আন্দোলন অব্যাহত থাকবে।

এরপর শুক্রবার গভীর রাতে দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ১৬ দফা দাবি হলো- “বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন ও ডিজাইনের জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার অফিসিয়াল নোটিশ প্রদান; বিতর্কিত নতুন ডিএসডব্লিউ (ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক) অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডব্লিউ নিয়োগ; ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ নামকরণ; শিক্ষার্থীদের ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লিমেন্ট পুনর্বহাল; ভিসি অফিসে আটকেপড়া বিভিন্ন আবাসিক হলের অবকাঠামোগত কাজ সম্পাদন; ‘সিয়াম-সাইফ’ নামে সুইমিংপুল কমপ্লেক্স স্থাপনে ভিসির স্বাক্ষরসহ নোটিশ; নির্মাণাধীন টিএসসি ভবন ও ন্যাম ভবনের কাজ শুরু করা; নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু; বুয়েটের যাবতীয় লেনদেনে ডিজিটাল পদ্ধতি চালু; নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ ও যতগুলো গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ উপাচার্যের উপস্থিতিতে লাগানো; গবেষণায় বরাদ্দ বৃদ্ধি; প্রাতিষ্ঠানিক মেইল আইডি প্রদান; ওয়াইফাই আধুনিকায়ন; ব্যায়ামাগার আধুনিকায়ন; বুয়েট মাঠের উন্নয়ন ও পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোড সিস্টেম চালু।”
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর