× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্ষমতা থাকলে বিএনপি আন্দোলন করে দেখাক

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০১৯, রবিবার

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলনে যাবে দলটির নেতাদের এমন ঘোষণার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কি করবে? ফখরুল ইসলাম আলমগীর নিজেই নির্বাচনে জয়ী হয়ে আর সংসদে যোগ দিলেন না। এটা কোন গণতন্ত্র? তিনি বলেন, তাদের পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যোগ দিলেন, সংরক্ষিত নারী    আসনেও একজন যোগ দিলেন,শপথ নিলেন। অথচ তিনি দলের মহাসচিব তিনি নির্বাচনে জয়ী হয়েও সংসদে যোগ দিলেন না। এই দ্বৈতনীতি যাদের তাদের কী ধরনের গণতন্ত্র? তাদের এই গণতন্ত্র হাস্যকর। ক্ষমতা থাকলে, সাহস থাকলে তারা আন্দোলন করে দেখাক।

গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।


আন্দোলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে-দলটির এমন ঘোষণার জবাবে ওবায়দুল কাদের বলেন, সাহস থাকলে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না। তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলন করবে তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনো সেই পুরনো কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি।

আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেয়া হবে। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে তিন দিনের কর্মসূচি পালন করা হবে। আমাদের কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান। উপজেলা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি সারা দুনিয়াতেই আছে। দুর্নীতি শুধু বাংলাদেশের বিষয় নয়। তবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের নেত্রীর সততা। বঙ্গবন্ধু যেমন ছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সততার জন্য সারা দুনিয়ায় আজ সমাদৃত হচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি নিয়ে কথা আমি বলবো না। তবে দুর্নীতি কমে আসছে। বাংলাদেশে এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না। দুর্নীতিতে পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে কলঙ্ক থেকে অন্তত আমরা মুক্তি পেয়েছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর