× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ট্রাম্পের ‘অসাধারণ’ চিঠি পেলেন কিম

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২৪ জুন ২০১৯, সোমবার

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চিঠিটির প্রশংসা করে কিম জানিয়েছেন, এটি একটি ‘অসাধারণ’ চিঠি। এ ছাড়া চিঠির ভেতরের লেখাকে খুবই কৌতূহলোদ্দীপক হিসেবে উল্লেখ করে তিনি জানান, তিনি এ বিষয়ে গুরুত্বসহকারে চিন্তা করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, চিঠি পেয়ে ট্রামেপর সাহসিকতার প্রশংসাও করেছেন কিম। তবে চিঠিতে ট্রামপ কী লিখেছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি। এমনকি কার মাধ্যমে বা কখন কিমকে এই চিঠি পাঠিয়েছেন ট্রামপ সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। প্রসঙ্গত, চলতি মাসে ট্রামপকে একটি চিঠি পাঠিয়েছিলেন কিম।
ট্রামপ ওই 

চিঠিটি ‘বিউটিফুল’ বলে বর্ণনা করেন।
উল্লেখ্য, চলতি বছর ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে দ্বিতীয় দফা সম্মেলন করেন ট্রামপ ও কিম। কিন্তু সম্মেলনে কোনো চুক্তিতে পৌঁছতে পারেননি তারা। ব্যর্থ ওই সম্মেলনের পর দুই দেশের মধ্যে সমপর্কের অবনতি ঘটে। তবে সাম্প্রতিক এই চিঠি বিনিময় সমপর্কের উন্নতি হচ্ছে বলে ইঙ্গিতে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিবিসির সিউল প্রতিবেদক ও বিশ্লেষক লরা বিকার বলেন, হ্যানয়তে সম্মেলন ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম বড় ধরনের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত। সম্মেলনে ও এর পরে যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে যে, প্রথমে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে হবে। এরপর তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু পিয়ংইয়ং চাইছিল, আংশিক মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। এ নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্নতায় চরম অবনতি ঘটে উত্তর কোরিয়া ও যুক্তয়াষ্ট্রের সম্পর্কের।
কিন্তু সামপ্রতিক মাসগুলোতে কিম সম্পর্কে উষ্ণ মনোভাব প্রকাশ করেছেন ট্রামপ। চলতি মাসে এক সংবাদ সম্মেলনে কিমের নেতৃত্ব দেয়ার গুণের প্রশংসা করে তিনি বলেন, তার নেতৃত্ব দেয়ার ব্যাপক প্রতিভা রয়েছে।
এ ছাড়া গত মাসে জাপান সফরের সময় এক বক্তব্যে কিমকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন তিনি। জানান, উত্তর কোরিয়ার কাছ থেকে বেশকিছু ভালো জিনিস প্রত্যাশা করছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর