× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এটা ব্রাজিলের অন্যতম সেরা ম্যাচ’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, সোমবার

পেরুকে গুঁড়িয়ে দেয়া ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্সকে এই দলের অন্যতম সেরা বলে মনে করছেন ব্রাজিল কোচ তিতে। সাও পাওলোয় বাংলাদেশ সময় শনিবার রাতে পেরুকে ৫-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের সেরা হয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে পাঁচ গোলদাতা কাসেমিরো, রবের্তা ফিরমিনো, এভেরতন, দানি আলভেস ও উইলিয়ান। বলিভিয়াকে ৩-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা ম্যাচে সমর্থকদের মন ভরাতে পারেনি ব্রাজিল। তাইতো পেরুর বিপক্ষে ছন্দময় খেলার প্রতিশ্রুতি পূরণের তৃপ্তি অনুভব করার কথা জানান ব্রাজিল কোচ। ‘এটা ছিল আমাদের অন্যতম সেরা একটা ম্যাচ। ভালো মাঠ ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে’-বলেন তিতে। তিতের হাত ধরে নবম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে ব্রাজিল।
কোচও দিলেন মন ভরানো ফুটবল খেলে লক্ষ্য পূরণের আশ্বাস। ‘আমরা এখানে খেলছি জয়ের জন্য এবং আমরা ভালো ফুটবল উপহার দিতে চাই।’ ‘আমরা নিজেদের সেরাটা খেলতে চাই এবং এটা নিয়ে আমরা সুখী। আমরা সবসময় কাজের তৃপ্তি পেতে চাই এবং ভালো-মন্দ যাই করেছি, সেটা মেনে নিতে চাই।’ গোলদাতার তালিকায় গাব্রিয়েল জেসুসও নিজের নাম ওঠাতে পারতেন। কিন্তু ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ‘জেসুস গোল করতে না পারায় আমি দুঃখ পেলাম। কেননা, সে অনেক খেলেছিল। যেভাবে সে খেলেছে, তা নিয়ে তাকে খুব গর্বিত হওয়া উচিত।’ ম্যাচ শেষে অধিনায়ক দানি আলভেসও জানালেন উন্নতির ধারায় রয়েছে ব্রাজিল। ‘প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে, দ্বিতীয় থেকে তৃতীয় ম্যাচে আমরা উন্নতি করছি। একটা গোল করতে পারলে আপনি শান্ত থাকবেন এবং ম্যাচের বাকিটা সময়ের জন্য ওই গোল আপনাকে ধারাবাহিকতা এনে দিবে। আপনি গোল করতে না পারলে দলের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর