× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাথওয়েটকে নিয়ে গর্বিত হোল্ডার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, সোমবার

শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভার হাতে রেখেই ৫ রানের হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ম্যাচের ৪৮তম ওভারে ২৫ রান তুলে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষের দুই ওভারে তখন প্রয়োজন মাত্র ৮ রান। কিন্তু ৪৯ ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে কার্লোস ব্রাথওয়েট ধরা পড়েন ট্রেন্ট বোল্টের হাতে। তাতে আর জয় তুলে নিতে পারলোনা ক্যারিবীয়রা। এতে কার্লোস ব্রাথওয়েটকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারেন সমর্থকরা। তবে এ হারে ব্রাথওয়েটকে দোষ দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শেষের আগের ওভার পর্যন্ত যেতেই পারতাম না যদি না কার্লোস থাকতো।
ওই সময় সে দুর্দান্ত ব্যাটিং করেছিল। একেবারে শেষ পর্যন্ত ম্যাচটায় খুব প্রতিদ্বন্দ্বিতা হলো। তবে আমি ওদের নিয়ে খুবই গর্বিত, বিশেষ করে কার্লোসকে নিয়ে।’
আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যটিংয়ে ২৯১ রানে কিউইদের বেঁধে ফেলে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এদিন ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে ১০১ রান। ম্যাচ শেষে হোল্ডার বলেন, ‘এই হারেও ইতিবাচক দিক রয়েছে। আপনারা আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে ভুল ধরতে পারেন। আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েও আবার ফিরেছিলাম। আমরা মনে হয় না আপনারা তাদের দোষ দিতে পারেন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর হোল্ডার বলেন, ‘ব্যাটিংয়ে কেমার রোচকেও কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় সে দারুণভাবে চাপটা সামলেছে। ক্রিজে সে ব্রাথওয়েটকে সঙ্গ দিয়েছে। তাতেই আমরা ম্যাচে ফিরেছিলাম।’ এদিন ব্যাট হাতে ৩১ বলে ১৪ রান করেন রোচ। এবং ব্রাথওয়েটের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর