× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সোহেলের ব্যাটিংটাই ম্যাচের টার্নিং পয়েন্ট: সরফরাজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, সোমবার

দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান। তবে এই জয়ের কৃতিত্বটা ওপেনারদেরই দিতে চান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ শেষে সরফরাজ বলেন, ‘পুরোটাই দলীয় পারফর্মেন্স। দুই ওপেনারকে কৃতিত্বটা দিতেই হয়। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। পরে বাবর আজমও। এবং হারিস সোহেলও অসাধারণ পারফর্মেন্স করেছে।’

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হারের পর এবার দলে পরিবর্তন আনে পাকিস্তান। বিশ্বকাপের খেলা সুযোগ পান হারিস সোহেল।
সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন সোহেল। ব্যাট হাতে খেলেছেন ৫৯ বলে ৮৯ রানের ইনিংস। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের কম্বিনেশনে পরির্বতন এসেছি। কিছু পরিবর্তন দলের জন্য ভালো। আজ হারিস সোহেলের ব্যাটিং দেখে মনে হয়েছে, সে রানের জন্য ক্ষুধার্ত। তার ব্যাটিংয়ে ম্যাচের টানিং পয়েন্ট ছিল। সোহেলের ব্যাটিং ছিল বাটলারের মতো।’

আগের ম্যাচের মতো দক্ষিন আফ্রিকা বিপক্ষে বাঁজে ফিল্ডিং করেছে পাকিস্তান। ফিল্ডিং নিয়ে সরফরাজ বলেন, ‘আমাদের এখনো ফিল্ডিং নিয়ে পরিশ্রম করতে হবে। আজকেও কয়েকটি ক্যাচ হাতছাড়া করেছি।’
বিশ্বকাপে আরো তিন ম্যাচ বাকি পাকিস্তানের। আগামী ২৬শে জুন নিউজিল্যান্ডর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পরে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ৯২’য়ের চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচ ও পাকিস্তানের বোলারদের নিয়ে সরফরাজ বলেন, ‘বাকি তিনটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাকি তিন ম্যাচের আগের ভুল গুলো শুধরে মাঠে নামতে হবে। আজ (রোববার) বোলিং দুর্দান্ত হয়েছে। এর কৃতিত্বটা আমিরকের দিতে হয়। দ্রুত উইকেট তুলে নিয়েছে। সাদাবও দারুণ বল করেছে। ধন্যবাদ সমর্থকদের আমাতের সমর্থন দেয়ার জন্য।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর