× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ /কেমন হবে রোজ বোলের উইকেট!

খেলা

স্পোর্টস রিপোর্টার, সাউদাম্পটন থেকে
২৪ জুন ২০১৯, সোমবার

আফগানিস্তানের বিপক্ষে আজ রোজ বোল স্টেডিয়ামের উইকেট কেমন হবে! ভারতের বিপক্ষে আফগানদের ম্যাচ বলে দিচ্ছে এখানে রাজত্ব করবে স্পিনারা। মোহাম্মদ নবী, রশিদ খান, মজিব-উর-রহমানদের স্পিনের সামনে দাড়াতেই পাড়েনি ভারত। আজ সেই একই উইকেটে খেলবে বাংলাদেশও। তাই ধারণা করা হচ্ছে টাইগারদের শিবিরে বাড়বে স্পিন নির্ভরতা। কিন্তু উইকেট নিয়ে দুই দেশের কোচ জানালেন ভিন্ন মত। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস কি ভাবছেন উইকেট নিয়ে? তিনি যা ভাবছেন তার সঙ্গে আফগান কোচ ফিল সিমন্সের ভাবনার মিল খুব একটা নেই। যেনে নেয়া যাক টাইগারদের রোজ বোলের উইকেট নিয়ে ধারণার কথা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার কোচ স্টিভ রোডস বলেন, ‘আমি হ্যাম্পশায়ারের এই মাঠ মানে, রোজ বোল সম্পর্কে জানি।
আউটফিল্ড অনেক অনেক বড় এবং এই মাঠে বাতাসে ভাসিয়ে ছক্কা হাঁকানো কঠিন। চার মারাও সহজ নয়। আমার মনে হয়, এই মাঠে সিঙ্গেলস-ডাবলস হবে বেশি। আর চারের বদলে হয়তো তিন রানও হবে প্রচুর। পিচ স্লো আর ব্যাটসম্যানদের ব্যাটে বল আসবে একটু থেমেই।’ তার কথাতেই স্পষ্ট এখানে স্পিনাররা ভাল করবে। কিন্তু আফগান কোচের মুখে ভিন্ন কথা। উইকেটে নিয়ে তিনি দিয়েছেন ভিন্ন ধারণা। সিমন্স বলেন, ‘আমার মনে হয় না উইকেট স্লো হবে! এখানে বল থেমে আসে না। আসলে আগের দিন ভারত আর আফগানিস্তান দুই দলের বোলাররা বেশি ভালো বল করেছে। বিশেষ করে স্পিনাররা, তাই রান কম হয়েছে। উইকেট মোটেই স্লো নয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর